আমাদের কথা খুঁজে নিন

   

চিরায়ত চাষাবাদ

শাফিক আফতাব---------- আঁধারের গভীরে হাতের মুঠোয় আসে তুলতুলে মাছ, টগবগ করে করে ওঠে সাত সমুদ্রের জল ; ফুল ফোটায় গুচ্ছ গুচ্ছ, পৃথিবীর সব গাছ, পাতাল রেলে আবহমান ট্রেন চলে অবিরল। রাতের আঁধারে তুমি আমি হয়ে উঠি সেরা রঙিন, ঢাকনা তুলে রাজভোগ তুলে ধরো ক্ষুধাতুরের মুখে ; তখন শুধে যায় আমাদের চিরায়ত বকেয়া ঋণ, পাখিরা গান ধরে নব কিশোলয় শাখে। তোমার ঘ্রাণে ক্রমশ জাগে আবহমান পুরুষের সত্তা, লাঙলের ফলা তুলে মৃত্তিকার দেহ চিরে ছিটোয় বীজ ; ফুলে ফসলে ভরে পৃথিবী প্রান্তর, সবিতা ; তুমি আর আমি নিয়েছি যেন পৃথিবীর ভূমি লীজ। এভাবে তোমার আমার দেহের নির্যাসে জন্মে চেতনা নদী, নক্ষত্র, মাটি আর মানুষের তাই এত বেদনা। ০২.০৪.২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।