# শাফিক আফতাব # আমি কোনো কিছুকেই মূল্য দেইনি, চোখের জল আর মনুষ্যত্ব নামক দুটো বিমূর্ত বস্তুকেমূল্য দিয়েছিলাম, আর তাতেই আমার জীবনের এই পরাজয় ঘটলো ; আমি বুক ফুলে মাথা উঁচু করে মিথ্যাকে ঘৃণা করতে শিখেছিলাম, আমি অন্যায় আর অনাচারের লিকলিকে শরীরে থুথু ছিটাতে শিখেছিলাম, আমি ঘুষঘোর, মাগিঘোর, আর গাঁজাখোরদের থিক্কার দিতে শিখেছিলাম, আমি ধর্মান্ধ, কট্টর আর একগুঁয়ে ভদ্রমানুষদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে শিখেছিলাম, আমি কারো পাকাধানে মই দেয়া শিখিনি, আমি কারো পরকীয়া শয্যায় রাত কাটাতে শিখিনি, আমি কারো অধিকার হরণ করতে শিখিনি, আমি নিপুণ অভিনেতার মতো আপামর জনসাধারণকে ধোকা দেয়া শিখিনি, আমি শুধু দুবেলা দুমুঠো ভাত আর চোখের জল এবং মনুষ্যত্বের নুন্যতম রঙ দেহে মেখে পথ চলতে শিখেছিলাম, তাতেই জীবনের এই সীমাহীন পতন হলো। আমি এই শহরে আর বাঁচতে পারছিনা, আমার নুন আনতে পানতা ফুরাচ্ছে, আমি ইস্ত্রীবিহীন শার্ট পড়ছি, আমার কমদামী স্যান্ডেল দেখে পিচঢালা রাজপথ দাঁত কেলিয়ে হাসছে, আমি লজ্জায় মাথা হেট করে হাঁটছি, তবু জনান্তি আমার নাম ধরে বিদ্রুপ করে, গালি দেয় ; আমার দেহে থেকে বেরিয়ে আসে চিরায়ত চাষার ঘ্রাণ তাই শুঁকে অভিজাত প্রেয়সী নাক ছিটকায়, বিছানায় ওপাশ হয়ে শোয়, চোখের জল নৈতিকতা আর মনুষ্যত্ব আমাকে আজ পথের ভিখিরি বানিয়েছে,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।