আমাদের কথা খুঁজে নিন

   

চিরায়ত



চিরায়ত শাফিক আফতাব............ জলেঙ্গার ভেতর আটকা পড়েছে গোল গোল আর মসৃণ দুটো মাছ, বৃষ্টির ঝাঁপটায় তারা লেফে লেফে ওঠে__ বর্ষণে, ভিজে মাথা নাড়ায় অজস্র নিঃসঙ্গ গাছ __ রমণীর বুকে আজকের মোহন রাতে জোড়া জোড়া ফুল ফোটে। ফুলযুগল তুলোর মতোন নরম__ইষৎ জ্বালে কুসুম কুসুম ভাঁপ, বর্ষারাতে টকটকে শিমুল ফুলে ভরে যায় যেন অভিসারী শয্যা __ কোন এক অচিন পাখি বসে সুবাসিত করে আমাদের অস্থিমজ্জা। আবহমান ঘন অরণ্যের ভিতর থেকে বেরিয়ে আসে বিষধর সাপ। রমণীর দেহ দংশে সাপ ক্রমশ নুয়ে যায় শাশ্বত শান্তির জলে __ অঘোর ঘুমের ঘ্রাণে সাত সমুদ্র আর তের নদীর ওপারে যায়__ আহা! কী সুন্দর পেলব দেহে সোনার পালঙ্কে সে ঘুমায়, আজ রাতে বৃষ্টির গানে স্বর্গের শান্তিরা এসেছে সদলবলে। আজ রাতে মধুর মিলনে মদির হয় নদী, নারী আর চাঁদ __ মুখে লেগে আছে নারী দিয়েছিলো গতরাতে পুজোর যে প্রসাদ । ০৫.১১.২০১৩ নাগঞ্জ বাংলাদেশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।