আমাদের কথা খুঁজে নিন

   

চিরায়ত বিড় ভেঙ্গে আমাকে শাষন করো

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

চিরায়ত বিড় ভেঙ্গে আমাকে শাষন করো --------------------------------------------------------- কপালে জমে থাকা ক্লান্তির বিন্দুতে বাষ্পায়িত চা'এর অভিস্রবন ক্রমশঃ ভিজিয়ে ফেলি আমাদের জামা, বুক পকেটের অপ্রাপ্ত বয়স্ক কবিতা-- আমি সেদিন বের করিনি। মুঠোফোন! ---------------মুঠোফোন বাজছেনা কেন? উৎকন্ঠার পারদে জারিত আমি ও আমরা, শীতল হয়ে আসে কথা, তোমার ব্যাকগ্রাউন্ডে আমার চোখ সি. এন. জি খোঁজে তবুও চিরায়ত বিড় ভেঙ্গে আমার পাশে এসে শোয় একটা সাপ এবং কিছুটা শাষন খুব দরকার। ----------------------------------- -আল্লাইয়ার ১১ই নভেম্বর ২০০৮ [অনেকদিন কবিতা লিখিনা। কারন এখন বাংলাদেশ এ আছি। খুব আড্ডায় আর পরিবারের সাথে সময় কাটাচ্ছি, সব সুন্দর এক সাথে বেরিয়ে আসেনা বলেই- একটা খসরা কবিতা।।]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।