আমাদের কথা খুঁজে নিন

   

চিরায়ত প্রেম



চুল গুলো গেছে পড়ে
দাত কিছু গেছে নড়ে।
ছানি পড়া দুটি চোখে
পৃথিবীটা ঘোলাটে।
হেটে হেটে যায় থেমে,
বারে বারে নেয় দম ।
সারাদিন পান খাঁয়,
কানে কিছু শোনে কম।
কথা বলে যায় ভুলে
মাঝে মাঝে রেগে যায়।


এলোমেলো সুর তুলে
গুন গুন গান গায়।
তবু তারে ছাড়া ঠিক,
জোছনাটা জমে না।
তার প্রতি প্রেমটাও
এতটুকু কমে না।
আমি তারে ভালোবেসে
দেবী বলে ডাকি,
তার পানে পথ চেয়ে
একা বসে থাকি।
মাঝে মাঝে আসে সে
হাত রাখে বুকে।


কত কথা বলি আমি
সে চুপ করে থাকে।
আমি তারে বলি কত
ভালোবাসি জানো না?
ভেজা চোখে চেয়ে থাকে
কথা বুঝি শোনে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।