অনুবাদ করতে ভালবাসী । তবে অনুবাদে ভাত আছে বলে মনে হয় না। facebook ও Mail এ আমি ঃ-sampad1987@yahoo.com সময় কাটেনা কি করব। তাই কয়েকটা ছবি তুলে ফেললাম। সামান্য cyber shot ডিজিটাল ক্যমেরার ম্যাক্রো ব্যাবহার করে ছবি গুলো তুললাম।
যাচাই করার দায়িত্ব আবার আপনাদের কাছে ছেরে দিলাম।
ম্যাক্রো ফটোগ্রাফি মানে অনেক ক্ষুদ্র কোণোকিছুর ছবি তোলা । ক্ষুদ্র ক্ষুদ্র প্রানী, ফুল কিংবা ক্ষুদ্র যেকোনো কিছুর ছবি এই ম্যাক্র ল্যান্স ব্যাবহার করে তোলা হয়। আমি চেষ্টা করেছি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ফুল এবং পোকার ছবি তুলতে। ভাল লাগ্লে অবশ্যই জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।