মহলদার N for Nikon
এক্সট্রিম ম্যাক্রো করার শখ হয়। কিন্তু এর জন্য যে সব যন্ত্রপাতি দরকার তা বেশ ব্যয়বহৃল। স্বভাবতই বিকল্প সহজ পথ বেছে নিয়ে দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি। আমার সদ্য কেনা ৫০মি.মি. নিয়ে বাইরে বের হওয়ার সুযোগ পাইনি এখনো। ঘরে বসে মনে হলো ৯০মি.মি. ম্যাক্রো লেন্সের উপর রিভার্স করলে কেমন হয়? যে চিন্তা সেই কাজ।
৯০মি.মি. এর মাথায় ৫০মি.মি. কে রিভার্স করে টেপ দিয়ে পেঁচিয়ে ম্যাক্রো ছবি তোলার চেষ্টা করলাম। ট্রাইপডে ক্যামেরা বসিয়ে স্রেফ ঘরের আলোতে রিমোট দিয়ে শাটার রিলিজ করে এগুলো তুললাম। যদিও কোয়ালিটেতে সন্তুষ্ট হতে পারিনি তথাপিও নতুন কাজ তাই শেয়ার করতে ইচ্ছে হল। ঘরের মধ্যে সাবজেক্ট খুঁজে পাচ্ছিলাম না। পরে সুযোগ পেলে পোকা-মাকড় নিয়ে হাজির হব ।
কেমন হল এগুলো?
রিমোটের পাওয়ার বাটন
কলমের বল পয়েন্ট
হাত ঘড়ির ব্যাটারি
সিগারেট লাইটারের চাকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।