আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাক্রো লেন্স নেই তাতে কি ,, ম্যক্রো ফটোগ্রাফি তো আর থেমে থাকতে পারে না ( নিজেই তৈরি করুন ম্যাক্রো লেন্স )

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) ম্যাক্রো লেন্স অনেক দামী ,,, কিনতে হলে বেশ বেগ পেতে হয় .। কারণ এত টাকা দিয়ে ক্যামেরা কিনে আমার ক্যামেরার থেকেও বেশি দাম দিয়ে ম্যাক্রো লেন্স কেনা বেশ কষ্টসাধ্য যাদের টাকা আছে বাবার ব্যাংকে তাদের কথা অবশ্য আলাদা ....। যদি ম্যাক্রো লেন্স নিজেই বানিয়ে ফেলা যায় তবে কেমন হয় বলেন তো !!! আসেন শুরু করি প্রয়োজনীয় উপকরন : # একটি ইউ ভি ফিল্টার ( কম দামী ৫০০টাকার ভেতরে) # ২০০/৩০০/৪০০/৫০০/৬০০ (+) পাওয়ার চশমা লেন্স .। ( সব চশমার দোকানেই পাওয়া যাবে ..) # ক্যামেরা ও কিট লেন্স যেটা আছে তাতেই হবে # একটা ট্রাইপড ( ট্রাইপড হলে এটার আউটপুট ভাল পাওয়া যাবে) ইউভি ফিল্টার কেনার পর এর ওপরের অংশের মাপ নিয়ে চশমার দোকানে গিয়ে একটা (+) পাওয়ারের লেন্স (ওটা গোলই থাকে ) মাপ অনুযায়ী সাইজ করে নিন ...। এমন ভাবে করবেন যেন ঐ ইউভি ফিল্টারের উপরের অংশে খাপে খাপে মিলে যায় এবং বসে যায় ...। এবার ডেনড্রাইট আঠা খুব সাবধানে ইউভি ফিল্টারের ভেতরের দিকের প্লাস্টিকে লাগিয়ে পাওয়ার গ্লাসটি এটে দিন ....। আঠা শুকিয়ে গেলেই বা গ্লাস এটে গেলেই আপনার কাজ শেষ এবার ছবি তুলতে থাকুন ইউভি ফিল্টার লেন্সের মাথায় লাগিয়ে ..। এতে আপনার হাত দিয়ে গ্লাস ধরে রাখার কোন দরকার নেই । এই ট্রিকস কাজে লাগিয়ে দেখতে পারেন ,, হয়তো এটা ম্যাক্রো ফটোগ্রাফির মতই নতুন কোন অধ্যায়ের সুচনা করতে পারে !!!! ধন্যবাদ সবাইকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.