আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাক্রো ফটোগ্রাফি

মহলদার মাঝে মাঝে হাজির হই কয়েকটা ছবি নিয়ে। সেই ধারাবাহিকতায় আবারো কিছু ম্যাক্রো ছবি নিয়ে হাজির হলাম। আপনাদের মতামত জানালে ভাল লাগবে। ধানের অংকুর স্থানীয় ভাবে এই মাছটিকে বলে "লাফা" মাছ। এর আরেক নাম ডাহুক।

এরা সামনের দুই পাখনা ব্যবহার করে ডাঙ্গা দিয়েও দ্রুত চলতে পারে। এই কাঁকড়াটি অনেকের কাছেই পরিচিত। উপকূলীয় অঞ্চলে নদীর পাড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। এর চিমটা যুক্ত একটি পা অনেক বড়, অন্যটি ছোট। ৭০০ গ্রাম ওজনের কাঁকড়া।

বিদেশে রপ্তানী হয়। এর কেজি ৮০০ টাকা। পার্সে মাছের একটি আঁইশ। ঘরের টিকটিকি। পিঁপড়ার বাচ্চা।

মাছ ধরার জন্য যে পিঁপড়া ব্যবহার করা হয় সেই পিঁপড়া (স্থানীয় ভাবে খুলনায় বলে "নালসো")। বয়স বাড়ার সাথে সাথে গায়ের রং লালচে হয়। ক্যামেরাঃ নিকন ডি৯০ লেন্সঃ ট্যামরন ৯০মিমি, নিকর ৫০মিমি অন্যান্য যন্ত্রপাতিঃ অটো এক্সটেনশন টিউব, ট্রাইপড, রিমোট, ম্যাক্রো ফোকাস রেইল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.