ব্লগে অনিয়মিত। আবারো আইসা পড়লাম ফটুব্লগ নিয়া। তবে এইবারে ফটুগুলা দুইটা বিশেষ কিট পতন্গ নিয়া, একটা হলো মাছি, আরেকটা হলো ফড়িং। এবং গুরুজনেরা এই ধরনের ফটুগুলাকে একটা বিশেষ নাম দিয়েছেন, তা হলো ম্যাক্রো। খুব ছোট ছোট জিনিষকে বড় করে দেখা।
মাছির ম্যাক্রো তোলা চরম কষ্টকর ব্যাপার, ম্যাক্রো তুলতে ক্যামেরাকে মাছির খুব সামনে নিয়ে যেতে হয়, তাই মাছি সবসময় দৌড়ে উপর থাকে। তবে একটা সময় ওরা বুঝে যে এই পাগলা আসলে আমাদের কোন ক্ষতি করবে না, তখন নড়াচড়া একটু কম করে।
ক্যামেরা মডেল ক্যানন ৫৫০ডি, লেন্স, ১৮-৫৫মিমি, সাথে কেনকো ২০ মিমি এক্সটেনশন টিউব।
১>এই মাছিটা খুব ছোট আকৃতির, এবং এদের চোখ কড়া লাল থাকে
২> ইনি তার সামনের দুটি পা কে পরিষ্কার করার চেষ্টা করতেছেন
৩> ইনার মুখে কেমন যেন বলের মত মনে হচ্ছে,
৪> এই মাছিটির সাইজ একটু বড়, নীল রংয়ের এবং চোখের রং কমলা।
৫> আরেকটা
এবার ফড়িংয়ের ছবি, মাছির মতই ফড়িং ও দৌড়ের ওস্তাদ।
মছির মত এরাও ভীতুর ডিম। ফড়িংয়ের ছবি তোলা চরম ধৈর্যের পরিক্ষার মতই। তবে এই লাল ফড়িংটার দুই একটা ক্লোজ স্নাপ নিতে সমর্থ হইছিলাম।
৬> লাল ফড়িং এক
৭> এই একই ফড়িং আবারো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।