আমাদের কথা খুঁজে নিন

   

মেঘনাপাড় স্কুলে শীতবস্ত্র বিতরণ

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

গতকাল ০৫ জানুয়ারি মেঘনাপাড় স্কুলে শীতবস্ত্র বিতরণের জন্য আমি লক্ষ্মীপুর গিয়েছিলাম। শীতবস্ত্রের জন্য ব্লগার মাহমুদ, রুদ্র-অক্ষর এবং আইরিন সুলতানার কাছে স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞতা। ছবিতে দেখুন বিস্তারিত... ব্লগার আইরিন সুলতানার 'বীর গাঁথা' কবিতাটি পাঠ করে শোনাচ্ছে স্কুলের শিক্ষার্থীরা।

ইউটিউব দেখুন... http://www.youtube.com/watch?v=m3xQLhGWujI http://www.youtube.com/watch?v=_OzJHH5juPY http://www.youtube.com/watch?v=NJ2LDleK2VE http://www.youtube.com/watch?v=5rKa4UiHZ2Q শীতবস্ত্র প্রদানের বিস্তারিত... মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন এখন অনেক বড়। ১৪০ জন শিক্ষার্থীর স্থান সংকুলানের জন্য আরেকটি কক্ষ বাড়ানো হয়েছে। পাশাপাশি শিক্ষকদের জন্যও একটি কক্ষ করা হয়েছে। ৫ জানুয়ারি ২০১০ তারিখে স্কুলের শিশু শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের পোষাক পেয়ে এই শিশুটি খুবই আনন্দিত।

স্কুলের ২ জন ম্যাডাম এবং সোহরাব মাঝির জন্য ব্লগার রুদ্র অক্ষর কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র। শীতের পোষাক পড়ে শিশুরা ক্লাশ করছে। গত ১৪ নভেম্বর ২০০৯ তারিখে শিক্ষার্থীদের যে পরীক্ষা নেওয়া হয় এতে প্রথম ১০ জনকে ইএফএলবিডির পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়। পুরষ্কার দিচ্ছেন সবুজ, উত্তম কুমার, সোহেল, ফারজানা। শীতবস্ত্র পেয়ে এবং ক্লাশ শেষে সবাই বাড়ির পথ ধরেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.