যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
সুপ্রিয় বন্ধুরা,
১৪ জুলাই ২০১০ তারিখ, বুধবার ছিল মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের দ্বিতীয় বর্ষপূর্তি। এই উপলক্ষে স্কুলের পক্ষ থেকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৌ-ভ্রমণের আয়োজন করেছিলাম।
ঢাকা থেকে ব্লগার বাবুল হোসেইন মেঘনাপাড় স্কুলের এই আয়োজনে যোগদান করেছেন।
সকাল ৭.৩০ টায় লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হয়ে আমরা ১২.৩০ টায় লক্ষ্মীপুর পৌঁছি। অনুষ্ঠান শুরু হয় বিকাল ৩.০০ টায়।
মেঘনাপাড় স্কুলের বর্ষপূর্তির এই আয়োজনে আরও কয়েকজন ব্লগার বুধবার অফিস খোলা থাকার কারণে যোগ দিতে পারেন নি। তবে এরকম আয়োজনে ভবিষ্যতে অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।
ছবিতে দেখুন মেঘনাপাড় স্কুলের দ্বিতীয় বর্ষপূর্তিঃ
শিক্ষার্থীরা গজল, ক্বেরাত, আজান পরিবেশন করছে।
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা।
এই পিচ্চি মেয়েটি সুন্দর গজল পরিবেশন করছে।
শিক্ষার্থীদের একাংশ।
সহকারি শিক্ষক মর্জিনা আক্তার সাথী শুভেচ্ছা বক্তব্য রাখছেন।
স্কুলের ধর্ম শিক্ষক বক্তব্য রাখছেন।
পুরস্কার বিতরণ চলছে।
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের সবচেয়ে ক্ষুদে শিক্ষার্থীও পুরস্কার পেয়েছে!
পুরস্কার দিচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক ফারজানা সুলতানার মা।
প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উল্লাস।
সবাই আনন্দচিত্তে পুরস্কার উঁচিয়ে আছে।
অনুষ্ঠান শুরুর আগে নৌকা ভ্রমণে মেঘনার চরে গমন। ইএফএলবিডির গবেষণা সহকারী সোহেল সবুজ ধানক্ষেতের পাশে।
মেঘনার চরের বাসিন্দা। না দেখলে বিশ্বাস করার উপায় নাই যে এই প্রান্তিক জনগোষ্ঠী কতটা কষ্টে আছে।
নৌ ভ্রমণ শেষে স্কুলের কাছে ফিরে যাওয়া।
ধন্যবাদ আপনাদের সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।