যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনে শীতবস্ত্র বিতরণ সময়সূচি নির্ধারণঃ
তারিখঃ ৪ জানুয়ারি ২০১০, সোমবার।
ঢাকা থেকে যাত্রা শুরুঃ সকাল ৮ টা।
লক্ষ্মীপুর পৌঁছানোঃ দুপুর ২ টা।
শীত বস্ত্র বিতরণঃ ২.৩০ থেকে ৪.৩০।
ঢাকা অভিমুখে যাত্রাঃ ৫.৩০
প্রিয় বন্ধুরা
নতুন বর্ষের প্রথম দিনটি প্রচণ্ড শীতের মধ্যে যাচ্ছে। সারা বাংলাদেশের গরীব মানুষজন শীতের তীব্রতায় খুবই কষ্ট পাচ্ছে। মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের শিশুরাও নিশ্চয়ই এই কষ্টের মধ্য দিয়ে কাটাচ্ছে। প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও শীতার্তদের কথা ভেবে আগামী সোমবারই লক্ষ্মীপুর যাওয়ার পরিকল্পনা করছি।
অফিস খোলার দিন ছুটি নিয়েই এই কাজটি করতে হবে। আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না। স্কুলের শিক্ষার্থী ১৪০ জন। প্রত্যেকের জন্য গরম পোষাকের ব্যবস্থা করা হচ্ছে কতিপয় মহানুভব ভার্চূয়াল বন্ধুর সহায়তায়।
মেঘনাপাড় স্কুলের শিশুদের জন্য এ পর্যন্ত সংগৃহীত গরম পোষাকের বিবরণ নিম্নরূপঃ
১. মাহমুদ ভাই প্রদত্ত ৮০ সেট গরম পোষাক (টুপি, সুয়েটার, উলেন পায়জামা) (ঊর্ধ্বে ১০ বৎসর বয়সী শিক্ষার্থী)
২. রুদ্র-অক্ষর প্রদত্ত ৬০ সেট গরম পোষাক ( সুয়েটার) (১০ বৎসর ঊর্ধ্ব)
৩. আইরিন সুলতানা (৬০ টি টুপি এবং ৬০ টি উলেন পায়জামা) (দশ বছর ঊর্ধ্ব)
এ পর্যন্ত আমাদের হাতে মাহমুদ এবং রুদ্র-অক্ষর প্রদত্ত শীতের পোষাক এসে পৌঁছেছে।
আগামী রোববারের মধ্যে আশা করা যায় বাকি পোষাকগুলো এসে পৌঁছুবে। আমরা ইনশাল্লাহ সোমবার সকালে রওনা হবো। ছয়টি কার্টুন নিয়ে লক্ষ্মীপুর যেতে হলে একটি মাইক্রো ভাড়া করে নেওয়াই ভালো। ব্লগের কোন বন্ধু যদি মাইক্রো স্পন্সর করে শীতার্তদের শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ শামিল হন তাহলে চির কৃতজ্ঞ থাকবো। আর কেউ যেতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন-০১৭২৭-২৬২১৯৫ ।
মেঘনাপাড় স্কুলের সর্বশেষ সংবাদঃ
স্কুলের শিশুদের স্কুল ড্রেসের জন্য বাজেট প্রণয়ন চলছে। নমুনা, কাপড়ের দাম, শিক্ষার্থীদের মাপ অনুযায়ী সর্বমোট কাপড় ইত্যাদি তথ্য সংগ্রহ করা হয়েছে। খুব শীঘ্রই এ ব্যাপারে আপডেট জানানো হবে।
মেঘনাপাড় স্কুলের ১২-১৫ বছর বয়সী ২০ জন শিক্ষার্থীকে মাশরুম চাষ প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এই উদ্যোগটি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।
স্কুলের রেজিস্ট্রশন সম্পন্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন এবং প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুতের কাজ চলছে। জানুয়ারির ১৫ তারিখের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ সম্পন্ন করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।