যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
আগামীকাল ১৫ জানুয়ারি, শুক্রবার মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনে 'কর্মসংস্থানমূলক শিক্ষা' বাস্তবায়ন সম্ভাবনা যাচাইয়ের উদ্দেশ্যে লক্ষ্মীপুর যাচ্ছি। আমার সাথে একজন মাশরুম বিশেষজ্ঞ এবং ইএফএলবিডির একজন গবেষণা সহকারি থাকবেন।
আমাদের কর্মসূচি-
১৫/০১/২০১০
সকাল ১১.০০ টাঃ লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ।
দুপুর ৩.০০ টাঃ মেঘনাপাড় স্কুলে গমন এবং মাশরুম প্রকল্পের জন্য স্থান নির্বাচন।
সন্ধ্যা ৬.০০ টাঃ লক্ষ্মীপুর রেস্ট হাউসে অবস্থান।
১৬/০১/২০১০
সকাল ১১.০০ টাঃ মেঘনাপাড় স্কুলে গমন।
দুপুর ১২.০০ টাঃ কর্মসংস্থানমূলক শিক্ষা বাস্তবায়ন কৌশল বিষয়ক আলোচনা।
দুপুর ২.০০ টাঃ ১৫ জন শিক্ষার্থী সমন্বয়ে মাশরুম প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা উদ্বোধন।
বিকাল ৫.০০ টাঃ ঢাকার উদ্দেশ্যে লক্ষ্মীপুর ত্যাগ।
আপনারা কেউ এই সেমিনারে অংশগ্রহণ করতে চাইলে সরাসরি চলে আসুন মেঘনাপাড় ধীবর বিদ্যানিতকেতন প্রাঙ্গনে। অথবা ফোন করুন- ০১৭২৭-২৬২১৯৫।
আশা করি লক্ষ্মীপুর থেকে ফিরে আপনাদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।