যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
সুপ্রিয় বন্ধুরা
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের পক্ষ থেকে প্রথমেই আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের অব্যাহত সহায়তা এবং সমর্থনে আমরা এ পর্যণ্ত এসেছি। আমরা আরও এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে।
মেঘনাপাড়ের জেলে শিশুদের জীবন কাহিনী বদলে দিতে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব মহিউদ্দিন বকুল মেঘনাপাড় ধীবর স্কুলটি দেখার জন্য স্কুল প্রাঙ্গনে উপস্থিত হন। তিনি স্কুলের সার্বিক বিষয় অবহিত হন এবং কর্মসংস্থানমূলক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মাশরুম চাষ পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন এবং এই গঠনমূলক কার্যক্রমে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
এই প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের পরবর্তী কর্মপরিকল্পনাসমূহ নিম্নরূপঃ
মাশরুম চাষের জন্য স্কুল সংলগ্ন আমাদের ঘর পুরোপুরি প্রস্তুত। এটি কর্মসংস্থানমূলক শিক্ষার পীঠস্থান হিসেবে ব্যবহৃত হবে।
১৯ ফেব্রুয়ারি ২০১০ তারিখে ৫০০০ মাশরুম বীজ নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছি।
১৪ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে। এই শিক্ষার্থীদের টানা ১০ দিন নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। আমার বাংলা অর্গানিক এগ্রিকালচারস এর সিইও জনাব নয়ন কুমার তোকদার এই প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষকের সাথে সহযোগী হিসেবে থাকবেন ইএফএলবিডির মাশরুম এক্সপার্ট মঞ্জুরুল ইসলাম পলাশ।
সাথে ইএফএলবিডির গবেষণা সহকারী জহিরুল ইসলাম এবং মইন আহমেদ থাকবেন। ট্রেইনার এবং অন্যান্য সবার থাকার জন্য মজু চৌধুরী হাটে হোটেল বুকিং দেওয়া হয়ে গিয়েছে।
প্রকল্প সংক্ষেপঃ
নামঃ মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন মাশরুম চাষ প্রকল্প।
প্রকল্পের মোট ব্যয়ঃ ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা।
মোট শেয়ারঃ ১০ টি।
শেয়ার প্রতি মূল্যঃ ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা।
শেয়ার হোল্ডারদের নাম এবং সংক্ষিপ্ত পরিচিতিঃ
১. মোঃ আখতারুজ্জামান ভূঁইয়া, উদ্যোক্তা, মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন- ২ টি
২. সোহরাব মাঝি, অভিভাবক প্রতিনিধি, মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন - ৩টি
৩. আহম্মদ শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী, লক্ষ্মীপুর- ২টি
৪. মোঃ হামদে রাব্বী ভূঁইয়া, ব্যবসায়ী, লক্ষ্মীপুর- ১টি
৫. আব্দুল্লাহ আল মাসুম, সিইও, রেইনবো ফ্যাশন, লক্ষ্মীপুর-১টি
৬. তাপস কুমার সাহা, সাংবাদিক, লক্ষ্মীপুর -১ টি।
..................................................................................................
আমরা এই ছয়জন মিলে মোট ১০ টি শেয়ার ধারণ করছি। আগামী ১৯ তারিখে ঢাকা থেকে মাশরুম বীজ নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছি। ১৯ তারিখে মাশরুম চাষের জন্য তাক প্রস্তুত করা হবে।
তাক প্রস্তুতের জন্য বাঁশ, কাঠ ইত্যাদি প্রকল্প স্থলে আনা আছে। ২০ তারিখে তাক প্রস্তুতি সম্পন্ন হবে। ২১ তারিখে মাশরুম চাষ শুরু হবে। সাথে মেঘনাপাড় স্কুলের বাছাইকৃত ১৪ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান চলবে।
সম্ভাব্য ২৭/২৮ তারিখে প্রাথমিক ফলন প্রাপ্তি।
প্রাথমিক অবস্থায় উৎপাদিত মাশরুম আমরা ওখানেই শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করবো।
আমাদের উৎপাদিত মাশরুম বাজারজাতকরণ নিশ্চিত আছে। শুকনো মাশরুম পরিবহন যোগে ঢাকায় পাঠিয়ে দেয়া হবে। আমরা সংশ্লিষ্ট ক্রেতার কাছে বিক্রয় করবো।
আমাদের পরবর্তী আপডেট শীঘ্রই জানাবো।
আমাদের প্রচেষ্টার সাথে যুক্ত থাকুন।
....................................................................................................
২৩ ফেব্রুয়ারি মায়ের ভাষা দিবস উদযাপন।
আগামী ২৩ ফেব্রুয়ারি মেঘনাপাড় স্কুলে মায়ের ভাষা দিবস উদযাপন করা হবে। লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব মহিউদ্দিন বকুল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ঐদিন আমাদের মাশরুম প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
আপনারা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন- ০১৭২৭-২৬২১৯৫।
...................................................................................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।