| ঢাকা, শুক্রবার ১৩ জানুয়ারি ২০১২, ৩০ পৌষ ১৪১৮, ১৮ সফর ১৪৩৩ শিরোনাম: হোম বিশাল বাংলা সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিকদের মানববন্ধন নড়াইল প্রতিনিধি | তারিখ: ১৩-০১-২০১২ সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক দীনেশ দাস ও আহত নিখিল ভদ্রের ঘটনার সঙ্গে জড়িত বাসচালকদের উপযুক্ত শাস্তির দাবিতে গতকাল নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আদালত চত্বরে আধা ঘণ্টার এই মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন। এ সময় বক্তব্য দেন মুন্সি হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার, প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক এনামুল কবির, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির আইনটি হত্যা আইনে পরিণত করার দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।