কালকের মানব বন্ধন যদি জামাত শিবিরের আয়োজন বলে মনে করে না যেতে চান ভালো কথা যাবেন না .।আমরাও যাবো না..কিন্তু একটা "কিন্তু" আছে..।
প্রথম কথা এইসব হত্যাকান্ডেরর প্রতিবাদ তো জানাতে হবে...তাই না?...একজন আত্মমর্যাদা সম্পন্ন দেশপ্রেমিক জাত্যভিমানী মানুষ হিসাবে এটাতো নিশ্চই বিশ্বাস করেন?
এইসব হত্যাকান্ডের "প্রতিবাদ করা দরকার"..যদি এ কথাটাতে সত্যি বিশ্বাস করে থাকেন তাহলে আপনারা তো বেশ কিছু দিন ধরেই জানতেন বিএসএফ এর সীমান্তে হত্যকান্ডের প্রতিবাদ মানববন্ধন করার প্ল্যান হচ্ছে...তাহলে দায়িত্ব নিয়ে একই বিষয়ে একটা মানববন্ধন আয়োজন করে প্রমান করলেন না কেন যে এই নিষেধ করার পিছনে আপনাদের ভিন্ন কোন উদ্দেশ্য নাই...?
..আপনারা কথিত শিবির সমর্থকদের কেন এই আয়োজনের সুযোগ দিলেন ?...কেন নিজেদের কাধে দায়িত্ব তুলে নিলেন না?
যে পরিমান সময় আর পরিশ্রমে মানববন্ধনে নিরুৎসাহিত করার প্রতিযোগিতায় আর শিবির-জামাত আবিস্কার খরচ করলেন... সেই সময় ব্যবহার করে কি আর একটা মানববন্ধনের আয়োজন করা খুব কস্টসাধ্য ছিলো?
আশা করি যারা এখন মানববন্ধনে যাওয়ার বিরোধিতা করছেন তারা দয়া সাধারন ব্লগারদের এর ব্যাখ্যা ও সদুত্তর দিবেন...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।