আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন দেখতে চাই, দেখাতে চাই যারা তরুণ্যে নেতৃত্ব দিতে চাও, মেইল করো

স্বপ্ন দেখতে চাই, দেখাতে চাই যারা তরুণ্যে নেতৃত্ব দিতে চাও, মেইল করো স্বপ্ন দেখতে সাহস লাগে। আমি একটি স্বপ্ন দেখি, দেখি আগামির সম্ভাবনাময় বাংলাদেশ, দেখি যেকানে একটি শিশুও হাসে আপন মনে, দেখি একাকি এক তরুণি হেটে যাচ্ছে নির্ভয়ে, নিঃশঙ্কোচে, দেখি এক মা’ তার মেয়েকে ক্যাম্পাসে পাঠিয়ে মেেনর দরদে ভাত রান্না করছে, দেখি গৃহীনি গৃহ কর্তার জন্য মনের সুখে অপো করছে বরান্দায়। আমি এক স্বপ্ন দেখি প্রতিটি হাত হবে কর্মের হাত, ছোট্ট শিশুর হাতে থাকবেনা ডান্ডি, টোকাই হাটবেনা ঢাকার রাস্তায়, এক স্বপন দেখি যুবকের হাত হবে কর্ম তৈরির হাত, বাংলাদেশ বিশ্বের চোখে মাথা উচুঁ করে দাড়াবে। এ জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা। যুবকরাই পারে সে ত্রে তৈরি করতে।

আমরাই আগামির বাংলাদেশের কারিগর। এখন থেকেই সেই স্বপ্ন বির্ণিমানের কাজ করতে চাই। স্বপ্ন কেমন হবে, কিভাবে যাবো সেই স্বপ্নে পথে। হাটবো কিভাবে। সবই হবে আলোচনার মাধ্যমে।

আমাদের স্বপ্নকে বাচিঁয়ে রাখতে চাই। আমরা এগিয়ে নিতে চাই বাংলাদেশকে। আমাদের কাজ * স্বপ্ন দেখানো * স্বেচ্ছা শ্রম * পরিবেশ * সচেতনতা বৃদ্ধি * আয়ের পথ খোজাঁ * আয়ের ক্ষেত্র তৈরি * এবং যারা সব সময় শ্রম দিবে তাদের জন্য সম্মান জনক বেতন দেওয়া। হে তারুন্য এগিয়ে চল, হাল ছেড়োনা বন্ধু, হাকঁ ছাড়ো জোড়ে আগ্রহীদের মেইল করতে অনুরোধ করছি। ংধিঢ়হড়ধংব@মসধরষ.পড়স ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.