আমাদের কথা খুঁজে নিন

   

নিজের লেখা বইয়ের পাইরেটেড কপিও কিনেছিলেন অমর্ত্য সেন

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক নাছোড়বান্দা এক বিক্রেতার কবলে পড়েছিলেন নোবেল পুরস্কারজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। বিক্রেতার কথায় প্রলুব্ধ হয়ে শেষ পর্যন্ত নিজের লেখা একটি বইয়ের পাইরেটেড (বেআইনিভাবে ছাপানো) কপিও কিনেছিলেন। সম্প্রতি কলকাতায় নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের জবাবে নিজের বই ও নোবেল পদক নিয়ে রসিকতার সময় এ অভিজ্ঞতার কথা বলেন তিনি। অমর্ত্যকে নিয়েই প্রামাণ্যচিত্রটি বানানো হয়েছে। অমর্ত্য বলেন, 'কলকাতায়, ঢাকায়, এমনকি মুম্বাইয়েও যখন দেখলাম আমার বইয়ের পাইরেটেড কপি বিক্রি হচ্ছে তখন সত্যিই এক ধরনের ভালোলাগা কাজ করেছে।

এমনও ঘটেছে যে আমার নিজের লেখা বই-ই আমার কাছে বিক্রির চেষ্টা হয়েছে। মুম্বাইয়ে সেবার লাগবে না বলার পরও বিক্রেতা বললেন_খুব ভালো বই, পাচ্ছেনও একেবারে সস্তায়। বিক্রেতার কথায় এতই প্রলুব্ধ হয়েছিলাম যে একটি পাইরেটেড কপিই কিনে ফেললাম। ' প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে 'অমর্ত্য সেন : অ্যা লাইফ রিএঙ্ামিনড'। পরিচালক সুমন ঘোষ।

তিনি এর আগে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরির বিষয়টি নিয়ে একটি কাহিনীচিত্রও নির্মাণ করেছেন। অনুষ্ঠানে দুটির মধ্যে তুলনামূলক আলোকপাত করা হয়। প্রাসঙ্গিকভাবেই রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি নিয়েও অনুষ্ঠানে কথা হয়। এ সময় অমর্ত্য নিজের নোবেল পুরস্কার নিয়ে রসিকতা করে বলেন, 'আমি জানি না এই মুহূর্তে আমার পদকটি কোথায় আছে। ' রসিকতা করতে গিয়ে অমর্ত্য বলেন, পুরস্কার পাওয়ার পর ভারতে ফেরার সময় হিথরো বিমানবন্দরের ঘটনা।

এক কর্মকর্তা অমর্ত্যকে বলেন, 'আসল পদকটির সঙ্গে আপনাকে হুবহু নকল আরেকটি পদকও (রেপ্লিকা) দেওয়ার কথা ছিল। আমরা দুটিই ব্রিফকেসে আলাদাভাবে নিয়ে এসেছিলাম। কিন্তু আমার কাছে যেটি ছিল সেটি চুরি হয়ে গেছে। তবে চিন্তার কিছু নেই, নকলটিই চুরি গেছে। ' সূত্র : দ্য হিন্দু।

তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.