বাংলা আমার দেশ রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় এক পুলিশকে রাস্তায় ফেলে পিটিয়ে অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। তাদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন আরো দুই পুলিশ সদস্য।
হামলায় আহত বোয়ালিয়া থানার এসআই জাহাঙ্গীর, এসআই সেলিম ও কনস্টেবল শফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার পর শিবির কর্মীরা শালবাগান এলাকায় ঝটিকা মিছিল করে। এ সময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যর ওপর হঠাৎ হামলা চালায় তারা।
“শিবির কর্মীরা হাতবোমা ছুড়তে ছুড়েতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় বিস্ফোরণে এসআই সেলিম ও কনস্টেবল শফিকুল আহত হন। এক পর্যায়ে তারা এসআই জাহাঙ্গীরকে ধরে ফেলে এবং মারধর করে তার পিস্তল ছিনিয়ে নেয়। ”
শিবির কর্মীরা জাহাঙ্গীরকে রাস্তায় ফেলে ইট দিয়ে আঘাত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা আহাত পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বাড়তি পুলিশ এসে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় বলে বোয়ালিয়ার ওসি জানান।
এর আগে রোববার শহরের রানীবাজার মাদ্রাসা মার্কেটের সামনে জামায়াতে ইসলামী কর্মীর মিছিল নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং বিপুল সংখ্যক হাতবোমা ফাটায়।
এ সময় হাতবোমা বিস্ফোরণে মকবুল হোসেন (৩১) নামে এক শিক্ষানবিশ এসআই এবং রফিকুল ইসলাম (২৫) নামে এক কনস্টেবল আহত হন।
বিস্ফোরণে মকবুলের দুই হাতের কব্জি উড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।