আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশকে লাইসেন্সধারী গুন্ডা বললে কি ভূল হবে? B:-) :-*



এক পরিচিত হকার ১২/১২/২০১০ এ চট্টগ্রামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে-র খেলার ১টা টিকেট পেয়ে স্টেডিয়ামে গেল খেলা দেখতে। গিয়ে দেখে টিকেটের হাহাকার চলছে। তখন তার মাথায় ভূত চাপল সেটা বিক্রি করে ধান্ধা করবে, খেলাটা টিভির শোরুমে অথবা চায়ের দোকানে উপভোগ করবে। দর কষাকষির সময় একটা পুলিশ এসে ব্ল্যাকার বলে ধরে দিল দু'ঘা। তারপর চাইল ১০হাজার টাকার মুক্তিপণ। বেচারা নাই বলাতে পকেট হাতড়ে টিকেট+হাজার দুয়েক টাকা+২৩টা ম্যাগাজিন নিয়ে ছেড়ে দিল। উল্লেখ্য, বেকুবটা পত্রিকা বিক্রি করার পর টাকা+সাইকেল নিয়ে গিয়েছিল। সেদিন সে চারজন গ্রাহকের কাছ থেকে গত মাসের পত্রিকার দামও পেয়েছিল। এই ঘটনার পর পুলিশকে লাইসেন্সধারী গুন্ডা বললে কি ভূল হবে? B:-) :-*

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.