আমাদের কথা খুঁজে নিন

   

ক্রসফায়ার একটা প্রকাশ্য কৌশল আর গুম একটা গুপ্ত কৌশল

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে ঘুমিয়ে ঘুমিয়ে গুমের দু:স্বপ্ন দেখি। কি ভয়ংকর! গুমের সাথে কেবল রাষ্ট্রই যে জড়িত থাকবে এমন ভাবাটা সহজ হিসাব। কিন্তু গুম করার জন্য পুলিশ-আর্মির ড্রেস অত্যাবশকীয় নয়, দরকার নেই গুমের শিকার ব্যক্তির কাছে স্পষ্টভাবে কোনো পরিচয় বিধৃত করা। আমি নিশ্চিত এ যাবত গুমিত বা গুমড ব্যক্তিবর্গের নানাবিধ তথ্য যাচাই করলে দেখা যাবে এর বেশ কিছুর পেছনে রাষ্ট্রের জড়িত থাকার কোনো কারণ নেই। এগুলোকে পাল্টা গুম বলা যায় যা সম্ভবত গুম প্রবর্তক ও প্রচলন কারীদের দ্বারা প্রভাবিত। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা হওয়া খুবই সম্ভবপর। একটি মানবাধিকার সংস্থা গুম কে অবিহিত করেছে রাষ্ট্রের কৌশল হিসাবে। কি ভয়াবহ! ক্রসফায়ার একটা প্রকাশ্য কৌশল আর গুম একটা গুপ্ত কৌশল। এবং চলছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়! ক্ষমতায় অধিষ্ঠিত হবার পরে নেতারা বিস্মৃত হয়ে যায় যে ক্ষমতা তাদের অনন্তকালের নয়। তাদের উপরেই এসব ক্রসফায়ার-গুম কৌশল যে পাল্টা প্রয়োগ হবে না - সেটা কি তারা বুঝতে পারে না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।