আমাদের কথা খুঁজে নিন

   

ক্রসফায়ার

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

মঞ্চহীন সুটিং কিংবা মুক্তমঞ্চে তোমাকে নিয়ে যাব কোন এক মাঠের ধারে যেখানে জনমানুষের বালাই নেই থাকলেও কিছু যায় আসে না কথিত কিংবা রচিত তোমার কোনো সহযোগী কিংবা আমার পকেটের রাখা অস্র উদ্ধারে। সময় সময় এ নাটকের নির্দেশক পরিচালক কিংবা মঞ্চের ধরন বদলায় বদলায় না রায়। নির্দেশকের নির্দেশ পেলেই কোন দেরী করা চলবে না এ নাটকের বিচারটা একটু উল্টো রায়ের পর ফাসি হবে না ফাসির পর রায়, যেমন ধরো তোমাকে মেরে ফেলবো কিংবা তোমাকে মরে যেতে হবে এটাই চূড়ান্ত রায় । তোমার মৃত্যুর পর আমরা মানবতার গান ধরব তদন্ত করব, কমিটি করব সংবাদ সন্মেলন করব। আমরা মানবতা রচনা করি বন্ধুকের গুলিতে লাইসেন্স প্রাপ্ত প্রতিটা গুলি, জান? বারুদের মান পরীক্ষা করি তোমাদের খুলিতে. তোমাকে দোষী সাজাতে আমার পকেটের অস্র তোমার হাতে ছবি ছাপাব দরকার হলে দু-চারটা জবানবন্দিও বন্দুকের বাট দিয়ে বের করে নেব তোমার জবানবন্দির গভীরতা নিশ্চই বন্দুকের বাটের চেয়ে বেশী না!! মনে রেখ, ক্রসফায়ার নিয়ে আর কোন কথা না!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।