আমাদের কথা খুঁজে নিন

   

ক্রসফায়ার, না অনফায়ার!



পদত্যাগ নাটকের নায়ক জিরাপিয় কায়দায় মাথা ঝাঁকানো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি সম্প্রতি সরস মন্তব্য করে বলেছেন দেশে বিচার বহির্ভূত কোন হত্যাকান্ড নাই। অথচ এদেশে এমন কোন বোধাই খোঁজে পাওয়া যাবেনা যে জানে না এ যাবত এদেশে কত বিচার বহির্ভূত হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এলিট থেকে উচু নিচু সব রকমের আইন শৃংখলা রক্ষাবাহিনি ক্রসফায়ার, এনকাউন্টার, মিসফায়ারের নামে হাজার খানেক মানুষকে হত্যা করেছে। এলিট বাহিনির প্রেস রিলিজের মাধ্যমে এতদিন যেসব মিডিয়াম্যানরা সংবাদ প্রচার করেছিল অমুক লোকটি তমুক বাহিনির সাথে গুলি বিনিময় করতে গিয়ে নিহত হয়েছে। হাজার খানেক মানুষ গুলি বিনিময় করতে গিয়ে আজ পর্যন্ত একটা গুলিও ওইসব এলিট বাহিনির গায়ে লাগাতে পারল না, অথচ সব গুলি সন্ত্রাসীদের গায়ে লাগিয়া তাহারা নিজেরা বধ হইল এমন আশ্চর্য আর কি হতে পারে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি যা বলেছেন তার সুর ধরে ওইসব এলিট বাহিনিও বলে বসতে পারে আমরা ক্রসফায়ারের কোন প্রেস রিলিজ দেই নাই। তাহলে তো আমরা যারা সচক্ষে ওই সব পড়েছিলাম তারা নিজেরা নিজেদের কাছে প্রতারক সাজা ছাড়া আর কোন পথ দেখি না। অপরাধ বিজ্ঞানের ভাষায় ক্রসফায়ার বলতে গোলাগুলি বুঝায় আরো সহজে বলতে গেলে দুই দিক থেকে গুলি বর্ষণ বুঝায়। আরো পরিস্কার বক্তব্য হচ্ছে একপক্ষ আরেক পক্ষের দিকে তাক করে গুলি বিনিময়কে ক্রসফায়ার বলা হয়। আমরা এবং বিভিন্ন বাহিনির বর্ণনায় এতদিন তাই জানতাম কিন্তু হঠাৎ যা জানলাম তা হচ্ছে ক্রসফায়ার বিচার বহির্ভূত কোন হত্যাকান্ড কিনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।