আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভারত বিরোধী কিন্তু ভারতী পণ্য বেশী ব্যবহার করি-ভারতে ভ্রমণ এ যাই

আমি নতুন কিছু লিখবো আমরা অনেকে ভারত বিরোধী-সারাদিন ভারতের বিরূদ্ধে কথা বলি কিন্তু বছরের একবার ভারত বেড়াতে না গেলে মাথা ঠিক থাকে না সারাদিন হিন্দী গান শুনি আর সিরিয়াল দেখি -দেশের জাতীয় অনুষ্ঠানে ভারতীয় গান বাজাই-হিন্দী গান না শুনলে ঘুম আসে না। হুবুহু হিন্দী গান কইতে ও বলতে পারি । ফেসবুকে স্টাটাস দেই হিন্দীতে, হিন্দী ছবির ডায়ালগ হয় স্টাটাস, আর বন্ধুদের সাথে হিন্দীও বলি আমরা অকপটে। হিন্দী সিরিয়ালের কারণে রাতে টিভির রিমোট কন্ট্রোল নিয়ে রীতিমতো ঝগড়া লেগে যায়-দেশের অনেক গুরূত্বপূর্ণ খবরাকবরও নেয়া যায় না-হায় দেশপ্রীতি! বাহ বাহ বেশ বেশ চিকিৎসার জন্য প্রায় ভারত যাই সারা বছর ইন্ডিয়ার দূতাবাসে ভীড় লেগে থাকে হায় ভারত বিদ্বেষী ভারতের খেলা খুব পচ্ছন্দ শচীন গাঙ্গুলী বলতে অস্থির । ঈদে ভারতীয় নতুন ডিজাইনের পোশাক পড়ি, শপিং এ যাই ইন্ডিয়া, ভালো ভালো-এই আমাদের দেশ প্রেম।

কিন্তু মুখে আমরা ভারত বিরোধী। হায় কতো প্রেম আমাদের দেশের প্রতি- আমরা বিরাট ভন্ড। বাসার ব্রাশ পেস্টও ভারতীয় পণ্য- আর বাকি লিখলাম না। কিন্তু রাজণীীতর ময়দানে আমরা ভারতবিরোধখুব ভালো- দেখা যায় যে পোশাক পড়ে এন্টি ভারত কথা বলছি স্ পোশাক ইন্ডিয়ান। অনেকে ভারত বিরোধী হয়ে আবার তিনি ভারতীয় ডিগ্রীধারী।

অনেকের সন্তানরা ভারতে পড়তে যান কিন্তু রাজনীীততে তিনি ভারতে বিরোধী । হায় আমরাদের নৈতিকতা। এসব ভন্ডামি ছাড়ুন- ভারত বিরোধী মুখে না বলে কাজে তার প্রমাণ-ভন্ডামি ছাড়ুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.