আমাদের কথা খুঁজে নিন

   

ঈমানের দাবী (ইসলামিক ইবুক ডাউনলোড)

চেষ্টা করছি ভাল কিছু তৈরী করতে............................ সাইয়েদ আবুল হাসান আলী নদভী লেখা সম্পর্কে যারা জানেন তাদের নতুন করে কিছু বলার নেই। আমি তার বই উপর আলাদা করে মন্তব্য করার দুংসাহস দেখাব না,শুধু এইটুকু বলতে পারি আপনি যদি একজন শিক্ষিত যুক্তিবাদী মানুষ হন তাহলে লেখকের লেখা সম্পর্কে আপনি ভাবতে বাধ্য হবেন। তার লেখনী সম্পর্কে সামান্য আভাস নিচে দেয়া হল। পূর্ণ এক শতাব্দী হতে চলছে ইউরোপ আমাদের যুবক ও শিক্ষিত শ্রেণীর মস্তিষ্ক বিকৃ্ত করে আসছে। সংশয়- সন্দেহ,ধর্মহীনতা,নাস্তিকতা,ভন্ডামী ও প্রতারনার বীজ ঢুকিয়ে দিয়েছে তাদের চিন্তা-চেতনায়।

এতে ধর্মীয় সকল বিষয়ে তাদের ঈমান নড়বড়ে হয়ে পড়ছে বরং সেখানে স্থান করে নিচ্ছে বস্তুতান্তিক রাজনৈতিক ও অর্থনৈতিক মনোভাব। পূর্ণ এক শতাব্দী ধরে আমরা এই গ্লানি ও পরাজয়ের শিকার,কিন্তু আমাদের তা প্রতিরোধ করার কোন ফিকির হয়নি,আমরা তার কোন পরোয়া করিনি। আমাদের যে সময়ের দাবী অনুযায়ী পুরাতন জ্ঞানভান্ডারের সাথে নতুন অনেক জ্ঞানের,বিভিন্ন ধরনের জ্ঞানের সংযোজন করা একান্ত কর্তব্য ছিল,আমরা তা বুঝিনি। আমরা ইউরোপের ঐ সমস্ত দর্শনকে বুঝার এবং বুঝে তার যথাযথ তাত্ত্বিক পর্যালোচনা করে দক্ষ সার্জেনের মত তার পোস্টমর্টেম করার কোন প্রয়োজন অনুভব করিনি। আমাদের সমস্ত সময় ব্যয় হয়েছে মৌ্লিকত্ব নেই এমন অনেক বিষয়ে।

ফলে আমরা এক ভয়ানক পরিস্হিতির সম্মুখীন হলাম। আমাদের এক বিশাল জনগোষ্ঠীর ঈমান ও বিশ্বাস আজ নড়বড়ে,ঘুনে ধরা। আপনার সময় যদি কম থাকে তাহলে আমি অন্তত এইটুকু বলব বই এর নতুন তুফান ও তার প্রতিরোধ অংশটুকু পড়বেন। ডাউনলোড লিঙ্ক- ঈমানের দাবী  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.