কিছু অর্জনের জন্য গর্জন করিনা,মন চায় তাই গর্জন করি!
আল্লাতে যার পূর্ন ঈমান ,তথা সে মুসলমান। ঈমানদার হওয়ার ১ম শর্ত আল্লাহর প্রতি পূর্ন ঈমান রাখা।
পবিত্র কোরআনে আল্লাহপাক বলেন : ( নিশ্চিয়ই আল্লাহতায়ালা তাঁহার সহিত অংশী স্হাপনকারীগণকে কখনও মার্জনা করিবেন না।এতদ্ব্যতীত যাহা হউক,যাহার জন্য ইচ্ছা মার্জনা করিবেন)।
মুসলিম শরীফে আছে : ( আল্লাহতায়ালা হযরত (সঃ) কে বলেছিলেন,যে ব্যক্তি পৃথিবী পরিমান গুনাহসহ আমার সাথে সাক্ষাৎ করে ,আর যদি সে আমার সহিত কোন বস্তুর শরীক না করে ,তবে আমিও মার্জনাসহকারে তাহার সহিত সাক্ষাৎ করিব)। এই বর্ননা অনুযায়ী আল্লার সাথে শরীকের মত গুনার কাজ আর নাই,তাই আমরা সকলে চেষ্টা করব যে এই গুনা হতে বেঁচে থাকবার।আ..........মি................ন .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।