ফক্বীহ আবুল লাইস সমরকান্দি রাঃ তার ”তাম্বীহুল গাফেলীন” কিতাবে উল্লেখ করেন। বনীইসরাইলের একজন বুজুর্গের সাথে শয়তানের সাক্ষাৎ হলে শয়তান বলল,আমার তিনটি ফাদ রয়েছে- ১। কর্পন্য ২। রাগ ৩। নেশা।
আমি কাউকে কৃপনতার ফাদে ফেলতে চাইলে সে মালের ফাদে জড়িয়ে পড়ে। তার মাঝে মাল কম থাকার প্রবনতা তৈরী করে দেই। ফলে,সে টাকা পয়সা রোজগারে মসগুল হয়ে ধীরে ধীরে হালাল হারামের পার্থক্য ভুলে যায়। অত্যাবশ্যকীয় হক গুলো আদায়েও খরচ করে না। অন্যান্যের মালের প্রতিও আশক্ত হয়ে পড়ে।
এভাবে মালের ফাদে জড়িয়ে নেকি হতে দুরে সরে গিয়ে গুনাহের কাদায় আটকে পড়ে। আর যখন কাউকে রাগের ফাদে ফেলি তখন বাচ্চাদের বল ছুড়ে মারার মত করে আমিও ঐ রাগী ব্যক্তিকে শয়তানদের দলে ছুড়ে মারি। রাগী ব্যক্তি ইলম ও আমলে যতই সমৃদ্ধ হউক, মুস্তাজাবুদ দাওয়াত(যাদের প্রতিটি দোয়া কবুল হয়) হোক,এমন কি সে নিজে দোয়া করে মৃতকে জীবীত করতে সক্ষম হলেও আমি তার ব্যপারে নিরাশ হইনা। আশা করি,সে কখনো না কখনো রাগের মাথায় এমন কোন বাক্য বলে বসুক যাতে তার আখেরাত ধ্বংস হয়ে যায়। আর নেশা কারীকে আমার নাশার ফাদে ফেলে ছাগলের মত তার কানে ধরে ইচ্ছেমত যে কোন খারাপ কাজের দিকে নিয়ে যাই।
প্রিয় মুসলিম ভাইয়েরা ,ঐ বুযু্রগের সাথে কথোপকথনে শয়তান এও বলেছে যে,রাগী মানুষ শয়তানের কাছে বাচ্চাদের খেলার রাগ থেকে ১৬টি অপকর্মের জন্ম -
১। হিংসা
২। গীবত
৩। চুগলখোরী
৪। ঘৃনা
৫।
সম্পর্কচ্ছেদ
৬। মিথ্যা
৭। মানহানি
৮। হেয়প্রতিপন্নতা
৯। গালিগালাজ
১০।
অহংকার
১১। মারামারী
১২। টিটকারী
১৩। অসহযোগীতা
১৪। মনুষ্যত্বহানি
১৫।
অকল্যানকামিতা
১৬। নিষ্ঠুরতা ইত্যাদি ।
আসলে যার উপর রাগ করা হয়, তার কোন ক্ষতি হলে রাগী ব্যক্তি আনন্দ পায়। তার উপর কোন বিপদ এসে পড়লে রাগী ব্যক্তি সন্তুষ্ট হয়। তার সকল উপকারের কথা ভুলে গিয়ে তার সাথে সম্পর্ক শেষ করে ফেলে।
অনেকে বছরের পর বছর অন্তরে রাগ পুষে রাখে। বিয়ে ও শোকের সময় অংশ নে্য়না । অনেক নেককার লোকও কোন কারনে কারো প্রতি অন্তরে রাগ পুষে রেখে অতীত উপকারের ধারা বন্ধ করে দেয়,খারাপ আচরন ও অসহযোগীতা করে। যিকির ,নাত -মাহফিল ইত্যাদিতে দাওয়াত পেয়েও কেবল মাত্র অসন্তুষ্টি ও রাগের কারনে তাতে অংশ নেয় না। অনেকে আত্নীয়সজনের সাথে ভাল আচরন করার পরেও তারা সঠিক পথে আসে না।
তবুও নিরাশ হলে চলবে না। ”জামি সাগীর” কিতাবে রয়েছে, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে-তুমি তার সাথে সম্পর্ক গড়ে তোল। মাওলানা রুমি বলেন,
এ ধরার বুকে এসেছো ,সম্পর্ক গড়িতে
ভাঙ্গলে পরে যাবে তবে ,নরক অনলে।
- চলবে ইনশাআল্লাহ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।