ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।
সম্প্রতি আমাদের মহামান্য কোর্টের কয়েকটি রায় বহল আলোচিত হয়েছে।
তারা ৫ম ও ৭ম সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন।
ফলে জিয়া, এরশাদের ক্ষমতা দখল অবৈধ বিবেচত হচ্ছে।
আমি মহামান্য আদালতের এই রায়কে স্বাগত জানাই।
সেই সাথে আমার একটি প্রশ্ন।
কেন এই বিলম্বিত রায়?
কেন ৩ দশক পরে এই রায়?
অভিনন্দন জানাতে পারতাম যদি সুয়োমুটো আকারে এই রায় ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট দিতে পারতেন।
অভিনন্দন জানাতে পারতাম যদি সুয়োমুটো আকারে এই রায় ১৯৮২ সালের ২৪ শে মার্চ দিতে পারতেন।
কিন্তু বিচারপতিরা তা পারেননি।
তাদের অনেকেই ছিলেন সামরিক সরকারের সুবিধাভোগী। কেউ রাষ্ট্রপতি, কেউ বা উপরাষ্ট্রপতি।
মনে রাখবেন, ঈমানের পরীক্ষা হয় সংকট কালে!
আল্লাহ সব সময় ইমানের পরীক্ষা নেন না।
সেই পরীক্ষায় বিচারপতিরা ফেল!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।