আমাদের কথা খুঁজে নিন

   

ঈমানের সাতাত্তর শাখা

আমি, কথা কম -কাজ বেশীতে বিশ্বাসী......

ছোট বেলা থেকেই শুনে আসছি ঈমানের সাতাত্তরটি শাখা আছে। একসাথে সেই সাতাত্তর শাখার বর্ণনা পাই নি কোথাও। হযরত আবু হুরাইরা (রাযিঃ) থেকে বর্ণিত আছে ,তিনি বলেন ,রাসূলুল্লাহ(সাঃ) ফরমায়েছন -"ঈমানের সত্তরের উপর শাখা আছে,তন্মম্যে সর্বোত্তম শাখা হল.(দিলের বিশ্বাসের সাথে)লা ইলাহা বলা এবং সর্বনিম্র শাখা হল ,রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া । আর লজজাশীলতা ঈমানের একটি অন্নতম শাখা। "(মিশকাত শরীফ,১-১২পৃঃ) ঈমান ও ইসালাম কতগুলো কার্যের সমষ্টির নাম।

সেই কার্যাবলীর মধ্যে কতগুলো দিলের দ্বারা সম্পন্ন হয়,কতগুলো জবান দ্বারা স্মপন্ন হয় এবং কতগুলো শরঅরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ দ্বারা স্মপন্ন হয়। মোট কাজ সাতাত্তরটি। তারমধ্যে দিলের দ্বারা সম্পন্ন হয় ৩০টি কাজ,জবানের দ্বারা ৭ টি এবং হাত-পা ইত্যাদি বাহ্যিক অঙ্গ-প্রত্ঙগ দ্বারা সম্পন্ন হয় ৪০ টি কাজ। নিচে কাজগুলোর নাম লিখলাম বর্ণনা ব্যতীত। বর্ণনার জন্য দেখুন- মুফতী মাওলানা মনসূরুল হক এর "কিতাবুল ঈমান " বইটি।

দলিল প্রমান সহ বিস্তারিত জানার জন্য হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী(রহঃ) -এর অমর গ্রন্থ ' ফুরুউল ইমান' পাঠ করুন। এছাড়ও তাঁর 'হায়াতুল মুসলিমীন' , 'হুকূকুল ইসলাম ' ,'বেহেশতী যেওর' , 'সাফাইয়ে মুমালাত', ও ইমাম গাজ্জালী (রহঃ)-এর 'তালীমুদ্দীন' বইয়ে এসব শাখার ব্যখ্যা পাওয়া যাবে। ঈমান সংশ্লিষ্ট ৩০ টি কাজ -যা দিলর দ্বারা সম্পন্ন হয়। ১)আল্লাহ্ তা'আলার উপর ঈমান আনায়ন করা ২)সবই আল্লাহ্ তা'আলার সৃষ্ট-এর উপর ঈমান রাখা ৩) ফেরেশতা সম্বন্ধে ঈমান রাখা ৪)আল্লাহর কিতাবের উপর বিশ্বাস রাখা ৫)পয়গাম্বর সম্বন্ধে ঈমান রাখা ৬)আখিরাত সম্বন্ধে ঈমান রাখা ৭)তাকদীর সম্বন্ধে ঈমান রাখা ৮)বেহেশতের উপর ঈমান রাখা ৯) দোযখের উপর ঈমান রাখা। ১০)অন্তরে আল্লাহর মহব্বত রাখা।

১১)আল্লাহর ওয়াস্তে কারো সহিত দোস্তি ও দুশমনী রাখা ১২)রাসূলুল্লাহর(সাঃ) প্রতি মহব্বত রাখা ১৩) ইখ্লাসের সহিত আমল করা ১৪)গুনাহ থেকে তাওবা করা ১৫)অন্তরে আল্লাহর ভয় রাখা ১৬)আল্লাহ পাকের রহমতের আশা করা ১৭)লজ্জাশীলতা বজায় রাখা ১৮)শোকরগুযার হওয়া ১৯)অঙ্গিকার রক্ষা করা ২০)সবর বা ধৈর্য ধারণ করা ২১)দয়ার্দ্র ও স্নেহশীল হওয়া ২২)তাকদীরে সন্তুষ্ট থাকা ২৩)তাওয়াক্কুল অবলম্বন করা ২৪)অহংকার না করা ২৫)চোগলখুরী,কীনা ও মনোমালিন্য তরক করা ২৬)তাওয়াজু বা নম্রতা অবলম্বন করা ২৭)হাসাদ বা হিংসা -বিদ্বেষ বর্জন করা ২৮)ক্রোধ দমন করা ২৯)অন্যের অনিষ্ট সাধন ও প্রতারণা না করা ৩০)দুনিয়ার অত্যধিক মায়া ও মহব্ব ত্যাগ করা ঈমিন সংশ্লিষ্ট সাতটি কাজ-যা জবানের দ্বারা সমাধা করেত হয়- ৩১)কালিমা পড়া ৩২)কুরআন মাজীদ তিলাওয়াত করা ৩৩)দ্বীনী এলেম শিক্ষা করা ৩৪) দ্বীনী এলেম শিক্ষা দেয়া ৩৫)আল্লাহর নিকট দু'আ বা প্রার্থনা করা ৩৬)আল্লাহর যিকির করা ৩৭)বেহুদা কথা থেকে জবান রক্ষা করা ঈমান সংশ্লিষ্ট ৪০ টি কাজ -যা বাহ্যিক অঙ্গ-প্রতঙ্গের দ্বারা সমাধা হয় ৩৮) পাক - সাফ ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ৩৯) নামায কায়িম করা ৪০)যাকাত দেয়া ৪১)রোযা রাখা ৪২) হজ্জ করা ৪৩)ই'তিকাফ করা ৪৪)হিজরত করা ৪৫)নযর(মান্নত) পুরা করা ৪৬)কসম রক্ষা করা ৪৭) কাফফারা আদায় করা ৪৮) সতর ঢাকা ৪৯) কুরবানী করা ৫০)মৃত ব্যক্তির কাফন-দাফন করা ৫১)ঋণ শোধ করা ৫২) ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা ৫৩) সত্য সাক্ষ্য দেয়া ৫৪)বিবাহের দ্বারা চরিত্র রক্ষা করা ৫৫)পরিবারবর্গের হক আদায় করা ৫৬)পিতা-মাতার খিদমত করা ৫৭)সন্তান লালন-পালন করা ৫৮)আত্নীয়তা রক্ষা করা ৫৯)মনিবের অনুগত হওয়া ৬০)ন্যায় বিচার করা ৬১)জ'মাতের সাথে ঐক্যবদ্ধ থাকা ৬২)রাষ্ট্রপ্রধানের আনুগত্যকরা ৬৩)দু'পক্ষের কলহ মিটিয়ে দেয়া ৬৪)সৎ কাজে পরস্পর সহায়তা করা ৬৫)' আমর বিল-মারুফ ও নাহয়ি আনিল-মুনকার' করা ৬৬)হদ্ বা ইসলামী দন্ডবিধি কায়িম করা ৬৭) জিহাদ করা বা দ্বীন জারী করার জন্য যথাসাধ্য চেষ্টা করা ৬৮) আমানতদারী ও দিয়ানতদারী রক্ষা করা ৬৯)মানুষকে করজে হাসনা দেয়া ৭০)পাড়া-প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা ৭১)কারবারের মধ্যে সততা ও সদাচার অবলম্বন করা ৭২)অর্থ সম্পদের সদ্ব্যবহার করা ৭৩)সলামের জওয়াব দেয়া ৭৪)হাঁচি দাতার জওয়াব দেয়া ৭৫) কাউকেও কোনরুপ কষ্ট না দেয়া ৭৬)অবৈধ খেলাধুলা ও রং তামাসা না করা ও ৭৭)রাস্তা হতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা আসুন আমরা পূর্ণাঙ্গ ঈমান হাসিল করে আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জনে তত্পর হই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.