আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছন্দপতন......(১৭+)

মানুষ কিছু জানত না বলে সে জানার আগ্রহে ছিল ভরপুর,এখন মানুষ কিছু জানে বলেই সে অজানাকে পাঠিয়েছে বহুদূর আমার অন্তর আজো খুজে বেরায় ক্ষনিকের কিছু সময় যদি পারি নিজেকে জানতে,যদি পারি অন্যেকে বোঝাতে তাহলে যেতাম না প্রতিদিন ওই বেশ্যাদের ভীড়ে রোজ তাহলে সমর্পিত করতাম না আমার চরিত্রকে তাদের পায়ে কেন করি আমি এসব? মানসিক সান্ত্বনা যখন মনকে ছেড়ে ঘর বাধে দুর্বলতার দুয়ারে হতাশার অভিশাপ যখন আনন্দ করে বেড়ায় পাশের বাড়ির ভাবীর বাসায় যার স্বামী নিজেকে খুশি রাখার আশায় অশ্রু ঝরায় অযাচিত শিকারকে কেন নিজের অর্জন নিজের কাছেই কম পড়বে শুধুমাত্র নিজেকে চালানোর জন্য? কেন বেশ্যাদের বাহ্যিক দৃষ্টিকোন আর মন মাতানো জলে ঢাকা পড়ে যাবে আমার চিন্তায় থাকা বর্তমানের কিছু হতাশার মুহূর্ত? আমার চোখ আজো খুজে বেড়ায় ঠাই পাবার একটু উপলক্ষ আজ স্বপ্নগুলোও কেন জানি অন্যের কথাতে দেখা দেয় নাহলে কেন শহুরে রাস্তায় বেদুঈন হবার ভয় তাড়িয়ে বেড়ায় ভাড়া বাড়ি আজ কেন ভ্রাম্যমান আস্রয় হয়ে দেখা দেয়? সকালের রোদ বাড়িওয়ালার ঠকঠকানিতে পানি হয়ে যায় দুপুরে গগন বিদারী সূর্যের তেজ কর্তার ফাইলের আড়ালে ঢাকা পড়ে বিকালের নিদ্রারত সুর্যের কিরন লুকিয়ে পড়ে আমার ক্লান্তির আড়ালে আর রাত? রাতের চাদকে দেখি না স্থায়ি ঠিকানা খোজার আশায় তাইতে ভোরের আলো দেখার চেষ্টা করি বেশ্যাদের গায়ের উপর দিয়ে যদি তাদের চরিত্রের মত নষ্ট করতে পারি আমার ফেলে আসা গতদুঃখকে আমার হাত আজো খুজে বেড়ায় শীতল স্পর্শের সেই জাইগাকে রোজ যাকে পাবার আশায় দাঁড়িয়ে থাকতাম রাস্তার সেই ডাস্টবিনের কোনায় যেখানে রোজ আমার দেওয়া গোলাপের চাহনিকে ফেলা হয় মমতার সাথে অভাবের এই সমাজে যখন পেট চালানোই বড় কঠিন হয়ে দাঁড়ায় তখন বিদেশী সুগন্ধি দুর্গন্ধ হয়ে ধরা দেয় না কিনে দিতে পারার হতাশার মাঝে শর্তের আড়ালে মুখ লুকিয়ে যায় তাকে নিয়ে দেখা সব স্বপ্ন হয়ত কোন এক রাজকুমারের অর্থের প্রাসাদে ঠাই হয় তার সেদিন থেকে আমার নিয়মিত ঠাই হয় পতিতাদের ভীড়ে দুঃখকে একটু ভুলে থাকার চেষ্টা আজ চেষ্টা করে না নিজের চরিত্রকে বাচাতে আমি যে চরিত্রহীন,সমাজ তো সেটা জানে না? তাহলে আমি কি সমাজের অগোচরে এখনও সৎ চরিত্রের... তাহলে রোজ ময়দানে ময়দানে মিথ্যার আশ্রয় নেওয়া তারা কি আমার প্রতিরূপ? প্রতিটি জন্মই এখন সমাজের পদক্ষেপে নতুন চাল কিন্তু সমাজের চোখ এড়িয়ে এখনও লুকিয়ে রাখা হয় নিজের দুর্বলতাকে আমিও যে একি পথের পথিক,বাকি পথিক তবে কারা? আমার ছন্দপতনও কি ঢাকা পরেছে তাদের আড়ালে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।