আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দপতন.../ উত্তরাধিকার

-

ছন্দপতন... নির্মেঘ ঝাঁঝা খোলা আকাশের নীচ দিয়ে শরীর পুড়ানো তেজী রোদ মাথায় নিয়ে ভবঘুরের মত বন্ধুর পথে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে একসময় আমি চৌরাস্তায় কাছে পৌঁছে গেলাম। যে পথে এসেছি সে তো আজ অতীত, বর্তমানে দাঁড়িয়ে দোদুল্যমান আমি। এক দিকে আছে ডানপন্থীরা, আর অন্যদিকে বামপন্থীরা। সম্মুখের পথটি অজানা -‘ভবিষ্যত’... পিছন ফিরে তাকাতেই লাইভ ফ্রেমে দেখি সহযোগী না হয়ে সবাই শুধুই প্রতিযোগী।

রঙ-বেরঙের মুখোশে ঢাকা মানুষেরা~ একে অন্যকে ঘায়েল করতে অতি ব্যস্ত। মুখ থুবড়ে পড়ে থাকে ম্রিয়মান মনুষ্যত্ব । কিংকর্তব্যবিমুঢ় পরাজিত সৈনিক আমি ! দু-পায়ে যেন শেকল বাঁধা আমার; আমি কোথাও আর যেতে পারি না। নিথর পড়ে থাকে আমার দেহটি, জীবনমৃত বন্দী এ সত্ত্বা আমার। সময়ের ঘূর্ণিতে একদিন সব ভুলে যাব।

চিরচেনা এই নিজেকেই হারিয়ে ফেলব। ভাববো - এ কোন আমি ? দেয়ালে পড়বে -এ কার ছায়া ! আয়নায় দেখব - এ কার প্রতিবিম্ব !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।