কবে যে দেশে যাবো........................ আমরা যারা প্রবাশে থাকি তাদের অনেক দায়িত্ব ও কতর্ব্য থাকে, আর যারা দেশে থাকে তাদের অনেক স্বর্প্ন থাকে প্রবাশিদের উপর. প্রবাশিরা তখনই সফল যখন তার পরিবারকে একটু সুখে, শান্তিতে রাখতে পারে, যখন সে বল্ল ভাই মেয়েটির বিবাহ দিতেছি সব ঠিকঠাক শুধু অনুষ্ঠান করে উঠিয়ে দিব, যে টাকা আছে তা দিয়ে সবকিছু হয়ে যাবে, পরদিন এসে বল্ল ভাই আমার মাথাই বারি পরেছে, যে কুয়েতির কাজ করেছি সে এখন আর টাকা দিতেছেনা আর কবে দিবে তাও যানিনা, সে কথা গুলো বলতেছিলো আর চোখের জ্বল মুছতে মুছতে বল্লো ভাই আমি শেষ হয়েগেছি, .................... আমি অসহায়ের মত তার চলে যাওয়া দেখলাম আর হিসাব করলাম সে ৮৫০ দিনার সমান বাংলাদেশি ২২৯৫০০ টাকা পাবে, আইন-কানুন করে কিছুই করতে পারবেনা ভরসা শুধু আল্লাহ, মনে মনে দোয়া করলাম আল্লাহ তুমি তার টাকা গুলো পাবার একটা উছিলা করে দাও
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।