আশাকরি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অটোক্লিক এর সফ্টওয়্যার। আজ অনেক খুজে বের করে আপনাদের সাথে শেয়ার করছি। শুধু সফ্টওয়্যারই নয়; সেই সাথে কিভাবে এটা কাজে লাগাতে হয় তাও বলবো।
প্রথমে নিচের দেওয়া লিংক থেকে মাত্র ১ মেগাবাইটের সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে ফেলুন স্বাভাবিক নিয়মেই।
* কোথায় ক্লিক করতে চান আগে সেটা নির্বাচন করুন (চিত্রে * চিহ্নিত Tree আইকনে)
> এজন্য আপনাকে ১ নং Set Pos এ ক্লিক করে ঐ Tree আইকনে ক্লিক করে কিছুক্ষন মাউজ ওখানেই রেখে দিন (২-৩ সেকেন্ড;ডিসপ্লে না আসা পর্যন্ত)
> ২ নং এ দেখতে পাবেন পজিশন অর্থাৎ মাউস পয়েন্টটা কোথায় ছিল।
> ৩ নং এর Add 2 Script এ ক্লিক করুন।
> এবং ৪ নং - Left mouse click এ ক্লিক করুন।
> ব্যাস কাজ শেষ, দেখেনিন ৬ নং থেকে প্রথম বাটন সেট করা হয়েছে অর্থাৎ F5 প্রেস করলে এই স্ক্রীপটি অটো কাজ করবে। তারমানে আপনি কীবোর্ড থেকে F5 চাপলে অটো Tree আইকনটি সিলেক্ট হবে।
*******************************************
এবার দেখে নিন কিভাবে ডাবল ক্লিক এ রুপান্তর করবেনন।
> আগের কাজটুকু করার পর আবার ১ নং Set Pos এ ক্লিক করে ঐ Tree আইকনে ক্লিক করে কিছুক্ষন মাউজ ওখানেই রেখে দিন (২-৩ সেকেন্ড;ডিসপ্লে না আসা পর্যন্ত)
> ২ নং এ দেখতে পাবেন পজিশন অর্থাৎ মাউস পয়েন্টটা আগের পজিশনে আছে কি না ?
> যদি আগের পজিশনে থাকে তবে ৩ নং- এর Add 2 Script এ ক্লিক করুন। (সামন্য পজিশন পরিবর্তন হলে সমস্যা নাই)
> এবার ৫ নং এ Press Enter এ ক্লিক করুন।
হা হা হা, এবার F5 প্রেস করে দেখুন; পুরো Tree ফাংশনটিতে অটো ডাবল ক্লিক হয়ে রান করছে।
ডাউনলোড কবুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।