জীবনের জন্যই এই সব কথামালা _ যার বুকের জমিনে বাংলাদেশ বয় মৃদু বাতাস শোনায় হানাদার বধ কাব্য ঢেউয়ের ভাজে লাল সবুজ অনবরত ভাংগা পাড়ে বড় হয় অদ্বৈত মল্ল বর্মণ; রত্নগর্ভা মা প্রসভ করেন ধীরেন্দ্রনাথ সন্তানের হাতে রচিত হয় সোনালি কাবিন সন্তানের মলয় সংগীতের মতোই মা তিতাস আজ দীনহীন;হাড় গোড় শুকিয়ে মৃত প্রায় । নিস্তেজ শরীর সন্তানের অন্ন খোজে প্রার্থনায় আর আমরা সন্তানেরা বৃদ্ধার প্রয়ান কামনায় ভুলে যাই জন্ম অস্তিত্ব, অভাগিনীর ঔরস; সন্তান এখন মাতৃ বুক চষে বেড়াতে জানে জন্মদাত্রীর প্রয়োজন ফুরিয়ে যায়, রুপসী উরু দেখায়, ঠোটে নিষিদ্ধ আহ্বান নিষিদ্ধ উৎসবের রাতে চলে মাতৃ হনন। # মৃতপ্রায় তিতাসের বুকে রাস্তা বাধা হলো। যেন দুই দুইটা তিতাস। একপাশের পানি অন্য পাশ ছোয়না। উপলক্ষ্য ট্রানজিট। তিতাস রক্ষা হয়তো হবেনা, এর শেষ আচড় থেকে আমরা কি মুক্ত থেকে যাবো? # ছবিটি ফেসবুক থেকে নেয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।