ছেলেটার বয়স ২৭-৩০ এর মধ্যে । শুনেছি বাবা নাকি ইতোমধ্যেই পরলোকে গমন করেছেন । ছেলের কর্মকান্ডে অতিষ্ট হয়ে বিয়ে দিয়েছিলেন অনেক আগেই । অনেকের ধারনা হয়ত, ছেলের কারনেই বাবা মারা গিয়েছেন । ছেলেটা বর্তমানে একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকুরি করে ।
এত কিছু বলার কারনের মধ্যে অন্যতম ছেলেটি একটি ভালো জব করার পরও মানুষিকতা বদলায়নি । মানুষিকতা একটাই খারাপ যে তার কলিগরা পর্যন্ত তাকে এরিয়ে চলেন এবং চেষ্টা করেন প্রায়ই তাকে বর্জন করার । দূভাগ্য তার সকল কলিগদের কারন এত অপমানের পরও ছেলেটির লজ্জ্বাতো হয়ই না বরং খুব উৎসাহে তার নিচু মানুষিকতার কাজ করেই যাচ্ছে । ঘটনাটা আমার বন্ধুর । তার কাছথেকে শুনে মনে হলো বন্ধুদের জানানো দরকার ।
তাই এই খুদ্র প্রয়াস মাত্র ।
ছেলেটির প্রায় ৮/১০ টি ফেসবুক আইডি আছে । সে সকল আইডি মেয়েদের নাম দিয়ে খুলেছে । শুধু তাই নয়, এখন যে কলিগরা তার মতে একমত পোষন না করে ( ছেলে+মেয়ে) তাদের উভয়ের নাম ব্যবহার করে নতুন আইডি খুলে অথবা পুরাতন আইডিতে তার মোবাইল নম্বর দিয়ে দেয় । তাকে তার সামনে জারজের ইংরেজী শব্দ ব্যবহার করার পরও তার লজ্জ্বতো হয়ইনা বরং নতুন উদ্যোমে এইসকল অপকর্ম করে যাচ্ছে ।
মতামত দিলে এই সকল আবর্জনা মুছে অন্তত একটা সারা তোলা যেত । ধন্যবাদ সকলকে । ভালো থাকুন সবসময় । বিস্তারিত জানাবো । আজ আর নয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।