আমার ব্লগে সবাইকে স্বাগতম। সকলের জীবন সুন্দর ও সুখী হোক। সকলকে ধন্যবাদ।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন আক্তার (সুমি)র হত্যাকান্ডের চার্জশিট আদালতে দায়ের করা হয়েছে। চার্জশিটে শুধুমাত্র ঘাতক আবুলকেই অভিযুক্ত করা হয়েছে।
আবুলকে গ্রেফতারের পরে স্বীকারউক্তি মতে যাদের নাম প্রকাশ করেছিলেন তাদের চার্জশিটে নাম উল্লেখ করা হয়নি বলে জানাযায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী আহম্মেদ দীর্ঘ ২মাস তদন্ত শেষে ৭জন প্রত্যাক্ষ স্বাক্ষীসহ ১৮জনের স্বাক্ষ্য গ্রহন শেষে সম্প্রতি চার্জশিট দাখিল করেছেন। জানাগেছে, চলতি বছরের ১২ অক্টোবর পুর্ব সুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় ছুটির শেষে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে দিবালোকে শিক্ষিকা শারমিন আক্তার (সুমি)কে ছুড়িকাঘাতে খুন করা হয়। ওইদিন ঘাতক আবুল হত্যাকান্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলা গুপ্তের হাট নামক স্থান থেকে এলাকাবাসী খুনি আবুলকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরের দিন ১৩ অক্টোবর শারমিনের পিতা শাহজাহান সরদার (অবসর প্রাপ্ত ব্যাংকার) বাদী হয়ে আবুলকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
তখন শারমিন হত্যাকারীর ফাঁসির দাবীতে আগৈলঝাড়াসহ দক্ষিণাঞ্চলে শিক্ষক ও সর্বস্থরের মানুষ মিছিল, সমাবেশ, মানব বন্ধন ও প্রশাসনের কাছে স্মরকলিপি পেশ করেছিলেন। এসময় আন্দোলনকারীদের দাবী ছিল ঘাতক আবুল সহ এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।