চীনের জিয়াং রেনজিয়ান ঘটিয়ে ফেলেছেন এক অভিনব ঘটনা। নিজের ঝরে পড়া চুল নিয়মিত ভাবে জমিয়ে জমিয়ে দীর্ঘ ১১ বছর ধরে স্বামীর জন্য একটি টুপি বানিয়ে ফেলেছেন তিনি৷ সঙ্গে তৈরি করেছেন একটি সোয়েটারও৷
চীনের অবসরপ্রাপ্ত এই শিক্ষিকা ৩৪ বছর বয়স থেকে নিজের চুল জমানো শুরু করেন৷ তার বক্তব্য, 'আমার লম্বা, কালো রেশমের মতো চুল দেখে অনেকেরই হিংসে হত৷ আমি চেয়েছিলাম চুলগুলো সংগ্রহ করে রাখতে৷'
প্রতিদিন তাই চুল আঁচড়ানোর সময় চিরুনিতে আটকে থাকা চুল জমাতেন তিনি৷ সেই চুলকে বোনার উপযোগী উলে পরিণত করাও কম পরিশ্রমের কাজ ছিল না৷ সোয়েটার বোনার একটা উল তৈরি করতে তার লেগেছে ১৫ টুকরো চুল৷ অন্য দিকে, ২০টি চুলের টুকরো জুড়ে তৈরি হয়েছে টুপি বোনার একটা উল৷ সোয়েটার ও টুপি তৈরি করতে লেগেছে প্রায় ১ লক্ষ ১০ হাজার চুল৷
জিয়াংয়ের অবশ্য বক্তব্য, 'চুল দিয়ে বোনার পদ্ধতিটা কঠিন কিছু নয়৷ শুধু একটু ধৈর্য ও জমানোর ইচ্ছে থাকতে হবে৷'
উল্লেখ্য, ২০০৩ থেকে তার বোনার কাজ শুরু৷ দীর্ঘ ১১ বছরের পরিশ্রমে বানিয়েছেন ৩৮২ গ্রাম ওজনের সোয়েটার এবং ১১৯ গ্রাম ওজনের টুপি৷ এতে তার স্বামী তো বেজায় খুশি নতুন টুপি উপহার পেয়ে৷ জিয়াং অবশ্য এতেই সন্ত্তষ্ট নন৷ কালো সোয়েটারে সাদা অক্ষরে নিজের নাম ফুটিয়ে তুলতে চান তিনি৷ আর এর জন্য প্রয়োজন সাদা চুল৷ সেই চুল জমানোর প্রক্রিয়াও চলছে৷ আপাতত নিজের চুল দিয়েই স্বপ্নের জাল বুনে চলেছেন জিয়াং৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।