আমাদের কথা খুঁজে নিন

   

নিজের চুল দিয়ে পোশাক বুনলেন শিক্ষিকা!

চীনের জিয়াং রেনজিয়ান ঘটিয়ে ফেলেছেন এক অভিনব ঘটনা। নিজের ঝরে পড়া চুল নিয়মিত ভাবে জমিয়ে জমিয়ে দীর্ঘ ১১ বছর ধরে স্বামীর জন্য একটি টুপি বানিয়ে ফেলেছেন তিনি৷ সঙ্গে তৈরি করেছেন একটি সোয়েটারও৷

চীনের অবসরপ্রাপ্ত এই শিক্ষিকা ৩৪ বছর বয়স থেকে নিজের চুল জমানো শুরু করেন৷ তার বক্তব্য, 'আমার লম্বা, কালো রেশমের মতো চুল দেখে অনেকেরই হিংসে হত৷ আমি চেয়েছিলাম চুলগুলো সংগ্রহ করে রাখতে৷'

প্রতিদিন তাই চুল আঁচড়ানোর সময় চিরুনিতে আটকে থাকা চুল জমাতেন তিনি৷ সেই চুলকে বোনার উপযোগী উলে পরিণত করাও কম পরিশ্রমের কাজ ছিল না৷ সোয়েটার বোনার একটা উল তৈরি করতে তার লেগেছে ১৫ টুকরো চুল৷ অন্য দিকে, ২০টি চুলের টুকরো জুড়ে তৈরি হয়েছে টুপি বোনার একটা উল৷ সোয়েটার ও টুপি তৈরি করতে লেগেছে প্রায় ১ লক্ষ ১০ হাজার চুল৷

জিয়াংয়ের অবশ্য বক্তব্য, 'চুল দিয়ে বোনার পদ্ধতিটা কঠিন কিছু নয়৷ শুধু একটু ধৈর্য ও জমানোর ইচ্ছে থাকতে হবে৷'

উল্লেখ্য, ২০০৩ থেকে তার বোনার কাজ শুরু৷ দীর্ঘ ১১ বছরের পরিশ্রমে বানিয়েছেন ৩৮২ গ্রাম ওজনের সোয়েটার এবং ১১৯ গ্রাম ওজনের টুপি৷ এতে তার স্বামী তো বেজায় খুশি নতুন টুপি উপহার পেয়ে৷ জিয়াং অবশ্য এতেই সন্ত্তষ্ট নন৷ কালো সোয়েটারে সাদা অক্ষরে নিজের নাম ফুটিয়ে তুলতে চান তিনি৷ আর এর জন্য প্রয়োজন সাদা চুল৷ সেই চুল জমানোর প্রক্রিয়াও চলছে৷ আপাতত নিজের চুল দিয়েই স্বপ্নের জাল বুনে চলেছেন জিয়াং৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.