ইউরো জোনের অর্থনৈতিক সংকটে অস্থির বিশ্ব অর্থনীতি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ল্যাটিন আমেরিকাও। তাই আগামী বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি কমবে। এমনই আভাস দিয়েছে জাতিসংঘের আঞ্চলিক সংস্থা ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান (ইসিএলএসি)।
গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০১২ সালে ল্যাটিন আমেরিকা ও ক্যারেবিয়ান অঞ্চলের প্রবৃদ্ধি কমে হবে ৩.৭ শতাংশ।
সংস্থার মতে, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও অনিশ্চয়তা বছরের দ্বিতীয়ভাবে এ অঞ্চলের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে। এ সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় অর্থনীতি মারাত্মকভাবে শ্লথ হয়ে পড়ে। ২০১১ সালে এ অঞ্চলের প্রাক্কলিত প্রবৃদ্ধি ছিল ৪.৩ শতাংশ।
ইসিএলএসির নির্বাহী মহাসচিব অ্যালিসিয়া বারসেনা বলেন, 'ইউরো জোনে সংকট আরো গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা-ই হয়, তবে বিশ্ব অর্থনীতি আরো খারাপের দিকে যাবে।
এতে রপ্তানি, বিনিয়োগ ও অর্থপ্রবাহ ব্যাহত হয়ে এ অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ' সংস্থাটির আশঙ্কা ইউরোপের অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হলে আগামী বছরের প্রবৃদ্ধি প্রাক্কলনের চেয়েও কমতে পারে। ল্যাটিন আমেরিকার যে কয়টি দেশ ২০১১ সালে ভালো প্রবৃদ্ধি অর্জন করে এর মধ্যে রয়েছে পানামা, ইকুয়েডর, পেরু ও চিলি। এএফপি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।