আমাদের কথা খুঁজে নিন

   

জেগে উঠল ইউরোপের ঘুমন্ত দৈত্য!

২১ বছর পর ঘুম ভাঙল ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি 'মাউন্ট ইটনা'র। গতকাল শনিবার ভোররাত থেকেই সিসিলি দ্বীপের পূর্ব উপকূলীয় এলাকায় অবস্থিত এই আগ্নেয়গিরির থেকে অগ্নুত্পাত ঘটতে থাকে।

এদিকে, মাউন্ট এটনারের `গর্ভ` থেকে লাভা, ধোঁয়া বের হতে দেখা যায়। পুরো অঞ্চল ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নুত্পাতের ধোঁয়ার চোটে বন্ধ করে দিতে হয় স্থানীয় ক্যাটানিয়া বিমানবন্দর।

তবে অগ্নুত্পাতের মাত্রা মারাত্মক নয়।  

এদিকে, উদগীরণের ফলে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া না গেলেও, স্থানীয়দের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মাউন্ট ইটনা আগ্নেয়গিরি ইউরোপের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ১৯৯২ সালে শেষবার বড়ধরনের লাভা উদগীরণের ঘটনা ঘটে। অবশ্য মাঝেমধ্যেই অল্পস্বল্প জেগে ওঠে মাউন্ট ইটনা।

চলতি বছর মার্চেও অগ্নুত্পাত হয় মাউন্ট ইটনা থেকে। তবে বড় ধরনের অগ্নুত্পাত ২১ বছর পর এই প্রথম।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.