আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপের ইসলামাজাইশেসন

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মারাত সাফিন একসময়কার বিশ্বের নাম্বার ওয়ান টেনিস প্লেয়ার একজন তাতার মুসলমান। আগামীতে যে চারটি দেশ সবদিকদিয়েই পৃথিবীর আর সব দেশগুলোকে ছাড়িয়ে শীর্ষে অবস্থানের কথা তার একটি রাশিয়া। তাতার ছাড়াও, আজেরি, তুর্ক, চেচেনিয় এবং আরো অনেক মুসলিম জাতিগোষ্টি সমন্বিতভাবে রাশিয়রার জনসংখ্যার ২০ থেকে ৩০% দখল করে আছে। পরিসংখ্যান বলে যে আগামী ২০৫০ সালে রাশিয়ার ৫০% জনসংখ্যা হবে মুসলমান। অর্থাত রাশিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিনত হবে।

ধর্মান্তর ছাড়াও রাশিয়ায় মুসলমান জনসংখ্যাবৃদ্ধির আরেকটি কারন হল রাশিয়ার বাকী জনগনের সন্তান গ্রহনে অনীহা। কয়বছর আগে পুটিন ইনটেনসিভ দানের ঘোষনা দেন যাতে করে রাশিয়ানরা সন্তান গ্রহনে উদ্ভুদ্ধ হয়। কিন্তু তাতেও কোন আশানুরূপ ফল পাওয়া যাচ্ছেনা। ইতিহাসবিদদের মতে ফ্রান্সের তুরস যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলে লন্ডনে গির্জার ঘন্টা ধ্বনির পরিবর্তে মিনারে আজানের ধ্বনি শুনা যেত। তবে মজার ব্যাপার এই যে ইউরোপের ইসলামাজাইশেন ঘটছে এখন অন্যভাবে।

বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ বার্নার্ড লুইসের মতে ১০০ বছরের মধ্যে সমগ্র ইউরোপ ইসলামী ইউরোপে পরিনত হবে। আর ২০ বছরেরর মধ্যে ফ্রান্সে প্রতি তিনজনের একজন হবে মুসলমান। ইউরোপের অন্যান দেশগুলোতেও ইসলামের প্রসার ঘটবে দ্রুত। ইংল্যান্ড, হল্যান্ড কিংবা জার্মানীতেও মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। সেইদিন হয়ত খুব দুরে নয় যেদিন, ইউরোপের বড় বড় শহরগুলোতেও আযানের সুমধুর ধ্বনি ধ্বনিত হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।