আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপের পর্বতশৃঙ্গে বাঙালি নারী

রফিকুল ইসলাম ঃঃঃঃ--- বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণের লক্ষ্যে প্রথম বাংলাদেশি নারী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ৩ জুলাই ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট অ্যালব্রাসের উদ্দেশে যাত্রা শুরু করেন। ১২ জুলাই ওয়াসফিয়া ও তার দল পর্বতটির সর্বোচ্চ শৃঙ্গ থেকে মাত্র ৩০০ মিটার দূরত্বে (পর্বতটি ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতাসম্পন্ন) এসে পেঁৗছান। বেপরোয়া আবহাওয়া, মধ্যাহ্নের মধ্যে পর্বতটির শিখরে আরোহণের সময়সীমা ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আপাতত এ পর্যন্ত এসেই ওয়াসফিয়া তার এ যাত্রার ইতি টানতে বাধ্য হন। রাশিয়ান কর্তৃপক্ষের একজনের মতে, ওয়াসফিয়া নাজরীন হলেন সেই প্রথম বাংলাদেশি, যিনি মধ্য ককেশাশের কোনো পর্বতে আরোহণ করলেন। ১৬ জুলাই নাজরীন দেশে প্রত্যাবর্তন করেন। উল্লেখ্য, আবহাওয়া ও ভিসা সংক্রান্ত জটিলতা শেষ হলে নাজরীন আবার অ্যালব্রাসের উদ্দেশ্যে রওনা দেবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।