বুধবার ২০১৩ সালের ইউরোপের সেরা একাদশ ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। শুধু মেসিই নয়, তাদের একাদশে স্থান পায়নি লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনারই কোনো ফুটবলার।
২০০৩ সালের পর থেকে এই প্রথমবারের মতো বার্সেলোনা থেকে কোনো খেলোয়াড় এই দলে নেই।
এই ক'দিন আগেই পর্তুগাল ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বর্ষসেরা ফুটবলারের খেতাব হারিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। তবে ব্যালন ডি'অর অনুষ্ঠানেই দেয়া ফিফা ফিফপ্রো একাদশে মেসিসহ ছিলেন বার্সেলোনার ৪ ফুটবলার।
ক্রিস্টিয়ানো রোনালদো রেকর্ড টানা সাতবারের মতো ইউরোপ সেরার একাদশে ঠাই পেলেন। তবে ২০০৭ সালের পর এই প্রথম তার আক্রমণভাগের সঙ্গী হিসেবে নেই মেসি। তার বদলে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের সঙ্গে রয়েছেন পিএসজির জ্লাতান ইব্রাহিমোভিচ।
সেরা একাদশের ৪ জনই গত মৌসুমে ট্রেবল জয়ী বায়ার্ন মিউনিখের ফুটবলার। লা লিগার রিয়াল মাদ্রিদ থেকে ঠাঁই পেয়েছেন ৩ জন।
ইতালির সেরি আর কোনো ফুটবলারই এ তালিকায় নেই।
পিএসজির ব্রাজিল ডিফেন্ডার চিয়াগো সিলভা এই একাদশে ইউরোপের বাইরের একমাত্র প্রতিনিধি।
উয়েফার ওয়েবসাইটে বলা হয়, প্রায় ৬৩ লাখ ফুটবলপ্রেমী ৪-৪-২ ফর্মেশনের সেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন। ইউরোপের জাতীয় দল ও লিগগুলোতে খেলা ফুটবলারদের সেরা একাদশ বাছাইয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয়।
সেরা একাদশ: মানুয়েল নয়ার (জার্মানি, বায়ার্ন মিউনিখ ), স্যার্হিও রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ), চিয়াগো সিলভা (ব্রাজিল, পিএসজি), ফিলিপ লাম (জার্মানি, বায়ার্ন মিউনিখ ), ডাভিদ আলাবা (অস্ট্রিয়া, বায়ার্ন মিউনিখ), মার্কো রয়েস (বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ ), মেসুত ওজিল (জার্মানি, আর্সেনাল ), গ্যারেথ বেল (ওয়েলস, রিয়াল মাদ্রিদ), ফ্রাঙ্ক রিবেরি (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন, পিএসজি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।