আমাদের কথা খুঁজে নিন

   

ভিটামিন ডি’র অভাবে হৃদরোগের ঝুঁকি বাড়ে

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। রক্তে ভিটামিন ডি সঠিক মাত্রায় থাকলে মৃত্যুঝুঁকি অর্ধেক কমে যায়। আর এর ঘাটতিতে হৃদরোগের ঝুঁকি বাড়ে। নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে।

এক হাজার রোগী নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য পেয়েছেন। গবেষণায় দেখা গেছে, ৭০ শতাংশ রোগীই ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন এবং তাদের ক্ষেত্রে নানা রকম হৃদরোগের ঝুঁকিও বেশি। ভিটামিন ডি-এর অভাবে মানুষের মৃত্যুঝুঁকি বাড়ে প্রায় দ্বিগুণ। অন্য দিকে, দেহে প্রয়োজনীয় মাত্রায় ভিটামিন ডি থাকলে মৃত্যুঝুঁকি ৬০ শতাংশ কমে। ‘ইউনিভার্সিটি অব কানসাস হসপিটাল অ্যান্ড মেডিক্যাল সেন্টার’ -এর অধ্যাপক ডা: জেমস এল ভাসিক বলেন, ‘ভিটামিন ডি-এর ঘাটতির কারণে হৃদরোগের ঝুঁকি থাকে কি না তা গবেষণা করাটাই ছিল আমাদের লক্ষ্য।

কিন' গবেষণায় এ ঝুঁকি অনেকটাই বেশি প্রমাণিত হওয়ায় আমরা অবাক হয়েছি। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.