শনিবার উদ্ধারকারী জাহাজ হেক্সন০১ এ থাকা ব্ল্যাক বক্স ডিটেক্টরে প্রায় ২৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১০১ ডিগ্রি দ্রাঘিমাংশ সংকেতটি পাওয়া যায় বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
চীনা গণমাধ্যমে আরো বলা হয়, সংকেতটির ফ্রিকোয়েন্সি ছিল ৩৭ দশমিক পাঁচ কিলোহার্জ যা ফ্লাইট রেকর্ড থেকে পাওয়া ফ্রিকোয়েন্সির মতোই।
তবে সংকেতটি প্রায় একমাস আগে নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের ব্ল্যাক বক্সের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া চীনের বিমানগুলো দক্ষিণ ভারত মহাসাগরের তল্লাশি এলাকায় বেশ কিছু ভাসমান বস্তু দেখেছে বলেও জানিয়েছে।
নিখোঁজ মালয়েশিয়ান বিমানের তল্লাশির জন্য গঠন করা অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ দলটি শনিবার মেলা ওই সংকেত খতিয়ে দেখছে।
গত ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে চীনের বেইজিংয়ের উদ্ধেশ্যে উড্ডয়নের একঘণ্টার মধ্যে মাঝ আকাশে হারিয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওই বিমান। অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে বহু খোঁজাখুঁজির পরও নিখোঁজ রহস্যের কোনো কূল কিনার করতে পারেনি বহুজাতিক তল্লাশি দল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।