এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার
গবেষকরা ব্যাটারি চার্জ করার জন্য নানা বিকল্প উপায় নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বহুদিন ধরেই। অবশেষে এবার ব্যাকটেরিয়া থেকে ব্যাটারি চার্জ করার উপায় খুঁজছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে গবেষণা করছেন ব্রিটেনের ইস্ট এঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউইএ) স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্স এবং ওয়াশিংটনের প্যাসিফিক নর্থওয়েস্টার্ন ল্যাবরেটরি।
গবেষণায় দেখা গেছে, সিওয়ানেলা অনেডেনসিস নামের এক ধরনের সামুদ্রিক ব্যাকটেরিয়ার কোষঝিল্লিতে অত্যন্ত দ্রুত ইলেকট্রন পরিবাহিত হয়। এতে বৈদ্যুতিক শক্তি উত্পন্ন হয় ও তা কাজে লাগানো সম্ভব।
ইলেকট্রনের দ্রুত গতি সত্ত্বেও ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে। ফলে ব্যাকটেরিয়াগুলোর আয়ুষ্কালে একটি ব্যাটারিতে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে যেতে পারবে ব্যাকটেরিয়াগুলো। বংশ বিস্তারের মাধ্যমে আরো বেশি দিন ব্যবহারযোগ্য ব্যাটারিতেও শক্তির উত্স হতে পারে সমুদ্রের তলদেশে পাওয়া ব্যাকটেরিয়াগুলো। বাল্টিক সাগর থেকে আমাজন নদী— সবখানেই সিওয়ানেলা ব্যাকটেরিয়া পাওয়া যায়। তবে ব্যাকটেরিয়াগুলো নিজ থেকেই বিদ্যুত্ উত্পন্ন করবে, নাকি এ কাজে অন্য কিছুর সাহায্য নেবে— বিষয়টি এখনো বিজ্ঞানীরা নিশ্চিতভাবে জানাতে পারেননি।
এ প্রসঙ্গে প্রধান গবেষক ড. টম ক্লার্ক বলেন, “এটিই ধাঁধার শেষ পর্ব”।
নিউইয়র্কের একটি জলাশয়ে পরীক্ষামূলকভাবে এসব ব্যাকটেরিয়া ছেড়ে বিজ্ঞানীরা দেখতে পান, একটি নির্দিষ্ট সময় পর ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির সমানুপাতে পানিতে লোহা ও ম্যাঙ্গানিজের পরিমাণ বেড়ে যায়। এ প্রসঙ্গে ড. ক্লার্ক বলেন, “ব্যাকটেরিয়াগুলো পানিতে কিছু খনিজ উপাদানের মাত্রা প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কীভাবে তা এখনো বোধগম্য নয়”।
তাছাড়া ব্যাকটেরিয়াগুলো কোনো ধাতব পাতের সংস্পর্শে এসে ধাতুগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটাতেও সক্ষম বলে দেখা গেছে।
বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা ও ভিন্ন পরিবেশে টিকে থাকার ক্ষমতার কথা বিবেচনা করে ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করে ভবিষ্যতে জৈব ব্যাটারি উৎপাদন করা যাবে বলে বিজ্ঞানীরা আশাবাদী।
খবরঃ সায়েন্সটেক24.কম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।