আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটারি লো(রম্য গল্প)

দিন গুলু আগামী পথের হিসেব জানতে চায়,আমি চাই নাগরিক প্রেম

শৈশব পেড়িয়ে কৈশোরে বয়স্টা আসলেই অদ্ভুত। বন্ধু মহলে রকিং স্টাইলে সিগারেট খাওয়া ও পাশের এলাকায় অম্ল স্বাদ যুক্ত পরীগুলু উপাখ্যান নিয়ে সময় কেটে যায়। এই বছর ক্লাস টেন য়ে উঠেছি। ক্লাস এর হাজিরা খাতায় আমার উপস্থিতি রহস্যময় ভাবে কম। আর এই রহস্য উদ্ধার করতে জানতে হবে পাঁশের এলাকায় রাস্তার সামনে বৈদ্যুতিক খাম হয়ে দাঁড়িয়ে থাকার ইতিহাস।

গত কয়েকমাস গোটা পাচেক প্রিয়তমাকে খুঁজে পাওয়ার আমল সম্বলিত বই সহ নানা রকম কঠোর পরিশ্রমের পর একজন প্রিয়তমার মন গলাতে সক্ষম হয়েছি। সময়টা চলছিল বললে ভুল হবে দৌরাচ্ছিল। কয়েকদিনের মধ্যে সে আমাকে তার ফোন নাম্বার দিল। আমি তো সোনায় সোহাগা। তবে মুশকিলটা ছিল আমার কোন নিজস্ব মোবাইল ছিল না।

তাই বাসার নাম্বার দিয়ে মাঝে মাঝে কথা বলতাম। কিন্তু হটাৎ একদিন ধরা পরে গেলাম মায়ের হাতে। আমাকে মসলা পিশা দিল। খালি গায়ের ছাল উঠা বাকি ছিল। এবং আমি প্রথম সেদিন আবিস্কার করলাম বাংলার গালি ভাণ্ডার কতটা সমৃদ্ধ।

কিন্তু কীসের কি আমার ত তার সাথে কথা বলতেই হবে। আবার যদি ধরা খাই তাহলে আমার গুষ্টি শুদ্ধ উদ্ধার হয়ে যাবে। আর যেহেতু আমার প্রেমিকা আমাকে সব সময় মিস কল দেয়,পরে আমি ব্যাক করি। তাই একটা বুদ্ধি খাটিয়ে ফেললাম। আমাদের বাসার মোবাইলটা ছিল নোকিয়া ১১০০ মডেল এর।

তাই আমার গাল ফ্রেন্ড এর নাম্বার ব্যাটারি লো দিয়ে সেভ করলাম। আমি সামনে থাকেলে তো আমিই রিসিভ করতাম কিন্তু মার কাছে থাকলে আম্মুর কাছে থাকলে আম্মু ব্যাটারি লো দেখে চার্জে দিয়ে আসত। সেই থেকে আজ অবধি গোটা কয়েক প্রেম সমেত আমি ভালো ছেলে হয়ে রইলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.