আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটারি চালিত হৃদপিণ্ড ।

একখান চাবি মাইরা দিচে ছাইরা জনম ভইরা চলতে আছে.।

মানুষের জীবন রক্ষায় আরেক ধাপ এগিয়ে গেল বিজ্ঞান। মানুষের ভেতরে ব্যাটারি চালিত স্থায়ী কৃত্রিম হৃদপিণ্ড সংযোজন করতে সক্ষম হয়েছেন তারা। ১৫ বছর বয়সী এক ইতালিয়ান কিশোরের দেহে ওই হৃদপিণ্ড সংযোজন করেন তারা। দ্য ডেইলি মেইল জানায়, ‘ডুচেনে’স সিনড্রোমে’র কারণে ওই কিশোরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা যাচ্ছিল না। ২ দশমিক ৫ ইঞ্চি লম্বা এ হৃদপিণ্ডটি বিদ্যুৎচালিত একটি হাইড্রোলিক পাম্প বিশেষ। প্যান্টের বেল্টের সঙ্গে যুক্ত ব্যাটারি থেকে বাম কানের পেছনে স্থাপিত একটি প্লাগের মাধ্যমে পাম্পটিতে বিদ্যুৎ যোগান দেয়া হয়। ব্যাটারি রাতের বেলা চার্জ দেয়া হয়। এর আগে ২০০৬ সালে এরকম একটি হৃদপিণ্ড সংযোজন করা হলেও তা স্থায়ী ছিল না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.