আমাদের কথা খুঁজে নিন

   

শাবিপ্রবির ইতিহাসের সবচেয়ে বড় শোক মিছিল ও একটি রাজনৈতিক ফায়দা হাসিলের চেস্টা।

RALLY টা যে এত বড় হবে তা কেউ কল্পনাও করতে পারি নি। শোক মিছিলে সাধারন ছাত্রছাত্রীদের অংশগ্রহন ছিল স্বতস্ফুর্ত,এক মাইলের অধিক ছিল rally টি। 'চেতনা৭১' থেকে শুরু হয় ১১টা১৫মিনিটে,দুবার তা ক্যাম্পাস প্রদক্ষিন করে ভার্সিটি গেট হয়ে কেন্দ্রীয় মিলনায়তে শেষ হয়,স্যারদের অংশগ্রহন ছিল উল্লেখ করার মতো। তারপর বারোটা নাগাদ সকলে আডিটোরিয়ামে সুশৃঙ্খল ভাবে বসে যায়। শুরু হয় স্মরণসভা এবং প্রতিবাদ জানানো।

প্রথমেই সকলের সাথে ১৬ডিসেম্বরের ঘটনা বর্ননা করেন ঘটনার সময় উপস্হিত নিহত অনিক ও খাইরুলের সহপাঠী জোসেফ। এরপর সিইপির আরো এক বড় ভাই বক্তৃতা দেন। এর ঠিক পরপরই উপস্হাপক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক শামসুজ্জামান সুমনকে কিছু বলার জন্য আমন্ত্রন জানালে সকল ছাত্রছাত্রী অনুষ্ঠান বর্জন করে,ঠিক এই সময় ভার্সিটির বাইরে মদিনা মার্কেট এলাকায় ভার্সিটির কয়েকটি ভার্সিটির বাস ভাংচুর করে ঘটনাটি থেকে রাজনৈতিক ফায়দা নেয় বহিরাগতরা। এরপর ছাত্রলীগ ক্যাম্পাসে কয়েকবার শোডাউন দেয়। এখন ভার্সিটির গোল চত্তরে বসে অহিংস প্রতিবাদ জানাচ্ছে সিইপি বিভাগের ছাত্ররা,পাশেই ফুডকোর্টে অবস্হান নিয়েছে শাবি ছাত্রলীগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.