আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমার মধু

বন্ধুর মুখের সাথে প্রিয়ার মুখের তুলনা হলেও হতে পারে বন্ধুর ঠোঁটের সাথে প্রিয়ার ঠোঁটের তুলনা হলেও হতে পারে বন্ধুর চোখের সাথে প্রিয়ার চোখের তুলনা দিলেও দেয়া যায় ক্ষতি কি? কিন্তু মধুর তেষ্টা কি পানিতে মিটে? আমারও এখন মধুর তেষ্টা কেজী কেজী মধু বতলে বতলে মধু তরতাজা মধু খাটি চাকভাঙা মধু লাল মধু, নীল মধু, খয়েরি মধ,ু সাদা মধু মধু মানে আমার প্রিয়া আমার প্রিয়তমা প্রিয়া মধুরীমা প্রিয়া আদরের প্রিয়া স্বপ্নের প্রিয়া যতেœর প্রিয়া আমার প্রিয়ার চাহনি, হাসি-কাশি, মাথা দোলানো, পা দোলানো, কথা বলা, হাটাচলা সবই আমার কাছে মধুরমত লাগে- মধুরতম ঠেকে। আমার এখন ভীষণ তেষ্টা! তেষ্টায় আমার প্রাণ উষ্ঠাগত আমার চোখে তেষ্টা, আমার হাতে তেষ্টা, আমার নখে তেষ্টা, আমার বুকে তেষ্টা, আমার দাঁতে তেষ্টা, আমার জিহ্বায় তেষ্টা, আমার মুখে তেষ্টা, আমার নিঃশ্বাসে তেষ্টা! আমার তেষ্টা আমার প্রিয়ার তেষ্টা আমার তেষ্টা মধুর তেষ্টা মধুর তেষ্টা যেমন পানি দিয়ে মিটেনা প্রিয়ার তেষ্টাও বন্ধু দিয়ে মিটেনা। বন্ধু পানির মত হলে প্রিয়া হল মধুর মত যদিও উভয়ই জীবন ধারণের জন্য উপযোগী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.